Summary
মাও সে তুং এর মৃত্যুর পর দেং জিয়া পিং চীনের শীর্ষ নেতা হন। তিনি তিয়েন আনমেন স্কয়ারের আন্দোলন দমন করেন এবং স্নায়ুযুদ্ধের পর বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতন সত্ত্বেও চীনকে রক্ষা করেন।
দেংয়ের নেতৃত্বে চীনে হংকং ও ম্যাকাও-এর সংযুক্তি এবং 'এক দেশ দুই নীতি' প্রবর্তিত হয় এবং তিনি পুঁজিবাদী অর্থনীতি গ্রহণে সম্মত হন।
- মাও সে তুং এর মৃত্যুর পর দেং জিয়া পিং চীনের শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হন।
- তিনি তিয়েন আনমেন স্কয়ারের আন্দোলন দমন করেন।
- স্নায়ুযুদ্ধের পর বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতন ঘটলেও তিনি চীনকে রক্ষা করেন।
- দেং জিয়া পিং এর নেতৃত্বে চীনে হংকং ও ম্যাকাও-এর সংযুক্তি, 'এক দেশ দুই নীতি' প্রবর্তন হয়।
- তিনি পুঁজিবাদী অর্থনীতি গ্রহণে সম্মত হন ।
Content added By
Read more