Summary
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ সালে জাতীয় সংসদে পাস হয় এবং এর অফিস ঢাকা শহরের সেগুনবাগিচায় অবস্থিত। এটি দুর্নীতি দমন ব্যুরোর পরিবর্তে গঠিত হয় এবং সদস্যদের পদমর্যাদা হাইকোর্টের বিচারপতির সমান। কমিশনের অধীনে প্রথম মামলা বরিশালে হয়। দুদক একটি চেয়ারম্যান এবং দুইটি কমিশনার নিয়ে গঠিত, প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান এবং বর্তমান চেয়ারম্যান হলেন মঈনউদ্দিন আব্দুল্লাহ (৭ম)।
- দুর্নীতি দমন কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়- ২০০৪ সালে।
- কার্যালয়- ঢাকার সেগুনবাগিচা।
- দুর্নীতি দমন কমিশনকে সংক্ষেপে দুদক বলা হয়।
- দুর্নীতি দমন কমিশন গঠিত হয়- দুর্নীতি দমন ব্যুরো এর পরিবর্তে।
- সদস্যদের পদমর্যাদা- হাইকোর্টের বিচারপতির সমান।
- স্বাধীন দুর্নীতি দমন কমিশন এর অধীন প্রথম মামলা হয়- বরিশালে।
- একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে দুদক কমিশন গঠিত হয়।
- দুর্নীতি দমন কমিশন এর প্রথম চেয়াম্যান- বিচারপতি সুলতান হোসেন খান।
- বর্তমান চেয়ারম্যান- মঈনউদ্দিন আব্দুল্লাহ (৭ম)।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
২০০৫
২০০৪
২০০৩
২০০২
স্পিকার
মাননীয় প্রধানমন্ত্রী
মহামান্য রাষ্ট্রপতি
দুদক চেয়ারম্যান
১৯৯
১১১
১০৬
৩৩৩
স্বাধীন ও নিরপেক্ষ
সাংবিধানিক
স্বায়ত্তশাসিত
সরকারি
Read more