- বাংলাদেশ টেলিভিশন: ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বর্তমান রাজউক ভবনে বিটিভির প্রথম অফিস চালু হয়। আব্বাস উদ্দিনের মেয়ে ফেরদৌসি রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পী।
- তিনি বিটিভিতে প্রথম গেয়েছিলেন আবু হেনা মোস্তফা কামালের লেখা "ঐ যে আকাশ নীল হল আজ" গান।
- বিটিভিতে প্রচারিত প্রথম নাটক 'একতলা ও দোতলা' (২৭ ফেব্রুয়ারি, ১৯৬৫)।
- রামপুরা টিভি কেন্দ্র চালু হয় ১৯৭৫ সালে ।
- ১৯৮০ সালের ১লা ডিসেম্বর থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
- বিটিভি জাদুঘর চালু হয় ১লা ডিসেম্বর, ২০১৬ সালে।
- বাংলাদেশে প্রথম ডিশ এ্যান্টেনা ব্যবহার শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা।
- প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলঃ চ্যানেল আই।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
১৯৭৫
১৯৮০
১৯৯৪
১৯৬৪
লাল, আসমানী এবং সবুজ
লাল, আসমানী এবং কমলা
লাল, আসমানী এবং বেগুনী
লাল, আসমানী এবং হলুদ
কুয়েত
দোহা
সিরিয়া
মিশর
একতলা দোতলা
জমিদার দর্পণ
কবর
অ্যান্থনি মারকাস
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে