কর্মদক্ষতা (Efficiency)
ইঞ্জিনের যতটুকু শক্তি পাওয়া যায় তাকে কার্যকর শক্তি বলে। কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্রের থেকে মোট কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বুঝায়। কর্মদক্ষতা = কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি।
কর্মদক্ষতাকে η (গ্রীটা এটা) দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে সাধারণ শতকরা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে।কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বুঝায়, এই যন্ত্রের 100J শক্তি দেয়া হলে যন্ত্র থেকে 90J কার্যকর শক্তি পাওয়া যাবে। বৈদ্যুতিক ইঞ্জিন সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
Open Cycle Gas turbine
Hydro turbine
Gas Engine
Combined cycle gas turvine
Read more