ওয়াটার গেট কেলেঙ্করি

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
2.5k
Summary

ওয়াটার গেইট কেলেঙ্কারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য কেলেঙ্কারির মধ্যে একটি।

এই ঘটনার কেন্দ্রে ছিলেন ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ১৯৭২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেট পার্টির রাজনৈতিক তথ্য শুনতে ওয়াটার গেইট ভবনে আড়িপাতার যন্ত্র বসায় রিপাবলিক পার্টির কর্মকর্তারা।

কার্ল বার্সটেইন নামক সাংবাদিক ঘটনাটি ফাঁস করেন। নিক্সন ঘটনাটির সাথে হোয়াইট হাউসের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন, কিন্তু তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়।

নিক্সনের অফিস থেকে উদ্ধারকৃত একটি টেপ রেকর্ডারে তার কথোপকথনের প্রমাণগুলি পাওয়া যায়। শেষ পর্যন্ত, ১৯৭৪ সালের ৯ আগস্ট পদত্যাগ করেন।

এই কেলেঙ্কারির পর জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্ট হন, যিনি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হননি। ১৯৭৬ সালে এই ঘটনাকে কেন্দ্র করে "All the Presidents Man" নামে একটি সিনেমা তৈরি হয়।

ওয়াটার গেইট কেলেঙ্কারি বিশ্বের তাবৎ কেলেঙ্কারির মধ্যে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয়ও বটে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এ ঘটনার খলনায়ক। ১৯৭২ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেট পার্টির রাজনৈতিক তথ্য শুনতে ওয়াশিংটন ডিসির ওয়াটার গেইট ভবনে আড়িপাতার যন্ত্র বসায় ক্ষমতাসীন রিপাবলিক পার্টির প্রশাসনিক কর্মকর্তা । পরে এ ঘটনা ফাঁস করে দেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক কার্ল বার্সটেইন। রিচার্ড নিক্সন বরাবরঃ এ ঘটনার সাথে হোয়াইট হাউসের সংশ্লিষ্টতা অস্বীকার করে পুরো ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু তদন্তে রিপোর্টে ও প্রশাসনিক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিললে তাদের দোষী সাব্যস্ত করা হয়। যার ফলে নিক্সনের সম্পৃক্ততা লাইমলাইটে চলে আসে। নিক্সনের অফিস থেকে ওয়াটার গেইট কেলেঙ্কারির তদন্ত কর্মকর্তারা একটি টেপ রেকর্ডার উদ্ধার করেন যেটিতে নিক্সনের কথোপকথন রেকর্ড করা ছিল। এখানেই ফেঁসে যান তিনি এবং অভিশংসন হওয়ার ঠিক পূর্বমুহূর্তে ৯ আগস্ট, ১৯৭৪ সালে প্রেসিডেন্ট পদ হতে পদত্যাগ করেন।

  • ওয়াটার গেট একটি বাণিজ্যিক ভবন। ঘটনার সাল ১৯৭২ খ্রিস্টাব্দ। 
  • কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন- রিচার্ড নিক্সন
  • এ ঘটনার পরিপ্রেক্ষিতে রিচার্ড নিক্সন প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন ১৯৭৪ সালে।
  • এ ঘটনাকে কেন্দ্র করে ১৯৭৬ সালে All the Presidents Man নামে একটি সিনেমা তৈরি হয়।
  • নিক্সন পদত্যাগ করলে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয় 'জেরাল্ড ফোর্ড।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফোর্ডই একমাত্র প্রেসিডেন্ট যিনি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হননি।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...