Blog

9 months ago
0
308

পরীক্ষায় কমন উপযোগী সাহিত্যিকদের বৃত্তান্ত

সমরেশ মজুমদার 

(১০ মার্চ ১৯৪২ –  মে ২০২৩ ) 

কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক।

জন্মস্থান:জলপাইগুড়ি জেলার গয়েরকাটা চা বাগান।

শিক্ষা:স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক;কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। 

পুরস্কার:আনন্দ পুরস্কার (১৯৮২),আকাদেমি পুরস্কার(১৯৮২),বঙ্কিম পুরস্কার (২০০৯),বঙ্গবিভূষণ (২০১৮)।

 

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম 

উপন্যাস:সাতকাহন,তেরো পার্বণ,স্বপ্নের বাজার,উজান গঙ্গা,ভিক্টোরিয়ার বাগান,আট কুঠুরি নয় দরজা,অনুরাগ,গর্ভধারিণী, জন্মদাগ,মৌষকাল, সুধারাণী ও নবীন সন্ন্যাসী,বরফে পায়ের ছাপ,জলের নীচে প্রথম প্রেম,কেউ কেউ একা, হরিণবাড়ি ,বুনোহাঁস ,শরণাগত ।

ট্রিলজি:উত্তরাধিকার,কালবেলা ও কালপুরুষ।

গল্প:খুঁটিমারি রেঞ্জ,খুনখারাপি,কালিম্পং-এ সীতাহরণ,অক্টোপাস,অন্তর আত্মা, অন্নপ্রাশন,আঁচড়,আকাশের আড়ালে আকাশ,আশ্চর্য প্রদীপ,ইঁদুরের কল,উনুনের গল্প,উৎসবের রাত,কাঁকলাস,কাঠঠোকরা।

1 308
No bio avaliable
Author’s Profile