অধ্যাপক নাফিস ৪০ জন ছাত্রের ৭৫ নম্বরের নির্বাচনি পরীক্ষা গ্রহণ করেন। উত্তরপত্র মূল্যায়নের পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহ
শ্রেণি ব্যবধান | ছাত্র সংখ্যা (1) |
৭০ - ৭৯ | ২ |
৬০-৬৯ | ৩ |
৫০-৫৯ | ৭ |
৪০-৪৯ | ১২ |
৩০-৩৯ | ৮ |
২০- ২৯ | ৫ |
১০-১৯ | ৩ |
| N=৪০ |
নির্ণয় করেন। ছাত্রদের প্রাপ্ত নম্বরের বণ্টনটি নিম্নরূপ
উদ্দীপকের বণ্টনটি থেকে মধ্যক নির্ণয় করা যায়। যার উপরে এবং নিচে ঐ বণ্টনের শতকরা ৫০ ভাগ উপাত্ত রয়েছে।
প্রদত্ত উপাত্ত নিম্নরূপ:
শ্রেণি ব্যবধান | প্রকৃত শ্রেণি ব্যবধান | পৌনঃপুন্য (f) | ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য (cf) |
৭০-৭৯ | ৬৯.৫- ৭৯.৫ | ২ | ৪০ |
৬০- ৬৯ | ৫৯.৫- ৬৯. | ৩ | ৩৮ |
৫০- ৫৯ | ৪৯.৫-৫৯.৫ | ৭ | ৩৫ |
৪০-৪৯ | ৩৯.৫-৪৯৫ | ১২ | ২৮ |
৩০-৩৯ | ২৯.৫- ৩৯.৫ | ৮ | ১৬ |
২০-২৯ | ১৯.৫- ২৯.৫ | ৫ | ৮ |
১০- ১৯ | ৯.৫- ১৯.৫ | ৩ | ৩ |
|
| N = ৪০ |
|

আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?