SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - পার্থোনোজেনেসিস

পার্থেনোজেনেসিস (Parthenogenesis; গ্রিক Parthenos = virgin genesis = birth): সাধারণত ডিম্বাণু নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। জাইগোট বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। কখনো কখনো ডিম্বাণু নিষিক্ত না হয়েই বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদের জন্ম দিয়ে থাকে অনিষিক্ত ডিম্বাণুর এভাবে নতুন উদ্ভিদ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলে। Spirogyra, মৌমাছি প্রভৃতি জীবে পার্থেনোজেনেসিস ঘটতে দেখা যায়। 

হরমোন প্রয়োগে বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি (parthenocarpy) বলা হয়। উদাহরণ লেবু, কমলালেবু প্রভৃতি। 

পার্থেনোজেনেসিস প্রধানত- দুই প্রকার। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস । 

ক. অনিষিক্ত ডিম্বাণু (in) থেকে ভ্রূণ সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদের জন্ম নিলে সেই প্রক্রিয়াকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস (haploid parthenogenesis) বলে। উদাহরণ : তামাক, কাকমচি ইত্যাদি ।

খ. ডিম্বাণু সৃষ্টির সময় জনন মাতৃকোষে মিয়োসিস না হলে ডিম্বাণু ডিপ্লয়েড (2n) থাকে। এই ডিপ্লয়েড ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ গঠন করে । এই ভ্রূণ বর্ধিত ও বিকশিত হয়ে নতুন উদ্ভিদ জন্ম দেয় । ডিপ্লয়েড ডিম্বাণু থেকে এভাবে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস (diploid parthenogenesis) বলে। উদাহরণ- Antennaria Alchemilla নামক উদ্ভিদ ।

Content added By
যে ফলের শুধু গর্ভাশয়টি ফলে পরিণত হয়
যে ফলের গর্ভাশয়টি নিষেক ছাড়াই ফলে পরিণত হয়
যে ফলে পুষ্ট বীজ থাকেনা
যে ফুলের পরাগায়ন পরপরাগায়ন এবং উহা পাখীর সাহায্যে সংঘটিত হয় ও গর্ভাশয়টি ফলে পরিণত হয়
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.