SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Admission
সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - রাষ্ট্রবিজ্ঞান/পৌরনীতি
  • The Republic গ্রন্থের প্রণেতা- প্লেটো।
  • সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবনবিধান। উক্তিটি কার?- এরিস্টটল।
  • Civitas শব্দের অর্থ- নগর রাষ্ট্র
  • Democracy is a government of the people, by the people and for the people & provided by - Abraham Lincoln.
  • deal Bureaucracy ধারণাটি কার?- ম্যাক্স ওয়েবার ।
  • Ordinance এর বাংলা কোনটি?- অধ্যাদেশ ।
  • আধুনিক গণতন্ত্রের জনক বলে পরিচিত কোন ব্যক্তি?- জন লক
  • রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?- সার্বভৌমত্ব।
  • "স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব" স্লোগানটি কোন বিপ্লবের?- ফরাসি বিপ্লব ।
  • বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন?- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • State of Nature সম্পর্কে ধারণা প্রদান করেছেন কে?- জন লক।
  • Das Capital গ্রন্থের রচয়িতা কে- কার্ল মার্কস।
  • গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসনব্যবস্থা উক্তিটি কার?- লর্ড ব্রাইস ।
  • সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন- রুশো।
  • রাজাকে সিংহের ন্যায় শক্তিশালী ও শিয়ালের ন্যায় মূর্ত হতে হবে এই মন্তব্যটি কোন রাষ্ট্রচিন্তাবিদের?- ম্যাকিয়াভেলী
  • জাতীয়তাবাদের উপাদান নয়- রাজনীতি ।
  • বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলো- এটর্নি জেনারেল।
  • শাসিত জনগণের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত, তাকে গণতন্ত্র বলে। উক্তিটি কার?- সি. এফ. স্ট্রং
  • রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলী কোথায় অনুগ্রহণ করেন? ইতালি।
  • রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে উক্তিটি- গার্নারের।
  • “শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেছেন- টি.এইচ. গ্রিন। রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন ব্যবস্থার নাম - সংবিধান।
  • রাষ্ট্র গঠনের উপাদান- ৪টি (নির্দিষ্ট ভূ-খণ্ড, সরকার, জনগণ, সার্বভৌমত্ব)।
  • আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?- ম্যাক্স ওয়েবার।
  • মতামত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিৎ- উক্তিটি- অধ্যাপক লাস্কির ।
  • নাগরিকতা লাভের নীতি- ২টি । ১. জন্মস্থান নীতি ও ২. জন্মনীতি ।
  • গণতন্ত্রের প্রাণ হলো- রাজনৈতিক দল ।
  • ক্ষমতা বিভাজন তত্ত্বের প্রবক্তা- মন্টেস্কু।
  • Polis শব্দের অর্থ- নাগরিক ।
  • বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে পঞ্চম সংশোধনী।
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ দেন- টমাস হবস ।
  • সংসদীয় সরকার ব্যবস্থায় সাধারণত অধ্যাদেশ জারি করেন- রাষ্ট্রপতি ।
  • আধুনিক সরকারের জনক- জন লক।
  • বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।
  • মানবাধিকার কোন ধরণের অধিকার- সামাজিক অধিকার।
  • মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি- এরিষ্টটলের।
  • নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে- ই এম মো
  • হবস, লক, রুশো একসাথে কী হিসেবে পরিচিত?- চুক্তিবাদী দার্শনিক।
  • রাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাষ্ট্র পরিচালনা করে- সরকার ।
  • মেনে চলা কোন ধরনের আইন কর্তব্য- রাজনৈতিক।
  • আইন প্রণয়ন করা:- আইন বিভাগের কাজ।
  • মন্ত্রিরা তাদের কার্যক্রমের জন্য জবাবদিহি করে থাকেন জাতীয় সংসদের কাছে।
  • গ্রাম সরকারের অধীনে প্রথম গ্রাম্য আদালত চালু হয় ১৯৮৫ সালে।
  • জেলা পরিষদ গঠিত হয়-- ২১ জন সদস্য নিয়ে। (ইউনিয়ন পরিষদ গঠিত হয়- ১৩ জন সদস্য নিয়ে)
  • Leviathan এই গ্রন্থের প্রণেতা- টমাস হবস ।
  • Two Treatise of Civil Government এই গ্রন্থের প্রণেতা- জন লক।
  • The Spirt of Laws এই গ্রন্থের প্রণেতা- মন্টেস্কু।
  • An oppressive government is more to be feared than a tiger— কনফুসিয়াস ।
  • The root meaning of politics is The science of Citizenship- মহাত্মা গান্ধী।
  • রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান সমূহের পারস্পরিক সম্পর্কই সংবিধান উক্তিটি- এইচ ফাইনার।
  • জাতীয়তাবাদ মতবাদের প্রবক্তা- ম্যাকিয়াভেলী।
  • সম্পত্তি তত্ত্বটির প্রবক্তা- জন লক।
  • সৎ প্রতিবেশী নীতি মতবাদের প্রবক্তা- আব্রাহাম লিংকন।
  • পৌরনীতির আলোচ্য বিষয়- নাগরিক ও তার কার্যাবলী।
  • সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য প্রয়োজন- সহনশীলতা।
  • জাতীয়তার ভাব সাধারণভাবে মানসিকতার ব্যাপার উক্তিটির প্রবক্তা - অধ্যাপক লাস্কির ।
  • রাষ্ট্র মানব জাতির এমন একটি অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত উক্তিটির প্রবক্তা- উ: অধ্যাপক বার্জেসের।
  • রাষ্ট্র বিকাশের প্রথম স্তর হল পরিবার উক্তিটির প্রবক্তা- এরিস্টটলের।
  • সার্বভৌমত্বের রূপ হলো- অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা ।
  • সার্বভৌম ক্ষমতা জনগণের সম্মতির উপর নির্ভরশীল- উক্তিটির প্রবক্তা- জন লক।
  • গণতন্ত্রের প্রাণ হলো জনগণ।
  • জাতীয় সংসদের সভাপতি কে- স্পিকার।
  • সাংস্কৃতিক পরিবর্তনই সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ-উক্তিটি কার - অগবার্নের।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের পূর্ণাঙ্গ ভোটাধিকার প্রদান করা হয়- ১৯২০ সালে।
  • গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ- বাক স্বাধীনতা।
  • গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- গ্রীসকে/স্থানীয় সরকারকে।
  • জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগের মাধ্যম হলো- নির্বাচন ।
  • সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে- রাষ্ট্রের মৌলিক আইন।
  • সংবিধান হলো রাষ্ট্রের- জীবন দর্পন। কোথায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি অনুসরণ করা হয়- আমেরিকায়।
  • ঐতিহাসিক ২১ দফার প্রথম দাবি ছিল- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
  • পরিবার হল রাষ্ট্রের আদিরূপ উক্তি- এরিস্টটলের। পৌরনীতি শিক্ষা দেয়- সুনাগরিকতার।
  • পৃথিবীর সব দেশের আবহাওয়া স্বাধীনতার উপযোগী নয় উক্তিটি - রুশোর ।
  • সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের ইচ্ছার মাপকাঠি ।
  • জাতীয়তা সাধারণভাবে এক ধরনের মানসিকতা- অধ্যাপক লাস্কির ।
  • ঐশ্বরিক মতবাদের প্রবক্তা সেন্ট অগাস্টিন ও হেনরি অ্যাকুইনাস।
  • রাষ্ট্রের হস্তক্ষেপ যত বেশি হবে তত বেশি সংখ্যক লোকের সুখ নষ্ট হবে; উক্তিটি বেন্থামের।
  • যোগ্যরাই টিকে থাকবে আর অযোগ্যরা ধ্বংস হয়ে যাবে- উক্তিটি ডারউইনের।
  • রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই সার্বভৌমত্ব উক্তিটি- উইলোবীর
  • “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না” উক্তিটি- জন লকের।
  • বাংলাদেশের সংবিধানে নাগরিকত্বের কথা উল্লেখ আছে - ৬ নং অনুচ্ছেদ।
  • বিশ্বে নারীদের প্রথম ভোটাধিকার প্রদান করা হয়- নিউজিল্যান্ড (১৮৯৩)।
  • সামাজিক অধিকার— ক) জীবন ধারণের অধিকার, খ) চলাফেরার অধিকার, গ) সম্পত্তি ভোগের অধিকার, ঘ) মতামত প্রকাশের অধিকার, ঙ) সংবাদপত্রের স্বাধীনতা, চ) সভা-সমিতির অধিকার, ছ) ধর্মীয় অধিকার, জ) আইনের চোখে সমান, ঝ) পরিবার গঠনের অধিকার, ঞ) ভাষা ও সংস্কৃতির অধিকার, ট) খ্যাতি লাভের অধিকার।
  • রাজনৈতিক অধিকার- ক) স্থায়ীভাবে বসবাস করার অধিকার, খ) নির্বাচনের অধিকার, গ) সরকারী চাকরি লাভের অধিকার, ঘ) আবেদন করার অধিকার, ঙ) বিদেশে অবস্থানকালে নিরাপত্তা অধিকার, চ) সরকারের সমালোচনা করার অধিকার।
  • সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন- উক্তিটি জে. এস. মিল
Content added By
ম্যাকিয়াভেলী
আলফ্রেড মার্শাল
হব্‌স
অ্যারিস্টটল
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.