SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

২০২৩ সালে COP 28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?

Created: 8 months ago | Updated: 5 months ago

জাতিসংঘ প্রতিষ্ঠার ১১ টি সম্মেলন

সম্মেলন

বিশেষত্ব

লন্ডন ঘোষণা (১৯৪১)

  •  জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
  •  লন্ডনের জেমস প্রাসাদে ঘোষণা করা হয়।
  • ঘোষণা করে ইউরোপের ৯টি দেশের প্রবাসী সরকার।

আটলান্টিক সনদ (১৯৪১)

  • জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ও উদ্যোগ।
  • স্বাক্ষর করে- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • এই সনদ স্বাক্ষরিত হয় 'প্রিন্সেস অব ওয়েলস' নামক ব্রিটিশ রণতরীতে।

ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২)

  • আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন
  • মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি লিটভিন এবং চীনের টি ভি মুগ্ধ জাতিসংঘ ঘোষনার দলিলে স্বাক্ষর করেন।

কাসাব্লাঙ্কা সম্মেলন (১৯৪২)

  • মরক্কোর অন্যতম শহর কাসাব্লাঙ্কা 
  • আফ্রিকার একমাত্র সম্মেলন।
  •  নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য করাই এর মূল উদ্দেশ্য ছিল।

তেহরান সম্মেলন (১৯৪৩)

  •  ইরানের রাজধানী তেহেরানে অনুষ্ঠিত হয়।
  •  বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

মস্কো সম্মেলন (১৯৪৩)

  • সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো।
  •  Big-5 রাষ্ট্রের প্রধানরা মস্কোতে একত্রিত হন।
  •  ৭ দফা "Moscow Declaration" ঘোষনা করা হয়।

ভার্জিনিয়া সম্মেলন (১৯৪৩)

  • ভার্জিনিয়া আমেরিকার একটি অঙ্গরাজ্য।
  • বিশ্ব খাদ্য সংকট নিরসনে FAO গঠিত হয় ।

ব্রিটন উডস সম্মেলন (১৯৪৪)

  • IMF, IBRD & GATT (WTO) গঠনের সিদ্ধান্ত গ্রহণ।
  • ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা ।

ডাম্বারটন সম্মেলন (১৯৪৪)

  • নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ।
  • ১৯৪২ সালের United Nations Declaration টি UNO এ রূপান্তরিত।
  • নিরাপত্তা পরিষদ ও ECOSOC গঠনের সিদ্ধান্ত হয়।

ইয়ান্টা সম্মেলন (১৯৪৫)

  •  ইয়াল্টা শহর অবস্থিত – ইউক্রেনে।
  • ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান ।
  •  Note: Veto ল্যাটিন শব্দ এর অর্থ "আমি ইহা মানি না ।

 

সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)

  •  জাতিসংঘ সনদ (১৯টি অধ্যায়) স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
  • সনদে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র।
  • পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
  • ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর করা হয়
  •  ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।

 

 

Content added By

Related Question

View More
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.