SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না (The ethnic minority of Bangladesh who do not live in Sylhet is ) -

Created: 1 year ago | Updated: 1 year ago
  • শিলাহাট থেকে সিলেট এর উৎপত্তি। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
  • পূর্বনাম- শ্রীহট্ট/জালালাবাদ । ৩৬০ আউলিয়ার শহর বলা হয়- সিলেটকে।
  • ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম (বাংলাদেশে) চা চাষ শুরু হয়।
  • বাংলাদেশের প্রথম সাইবার সিটি-সিলেট। বাংলাদেশের শীতলতম জেলা বলা হয়- সিলেটকে।
  • বাংলাদেশে প্রথম স্পেশাল অর্থনৈতিক জোন স্থাপিত হচ্ছে- সিলেটে।
  • কুলন্ত রেলওয়ে কোম্পানীগঞ্জ, সিলেট।
  • বাংলাদেশে ১ম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়- ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
  • ১ম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র-হরিপুর, সিলেট। কৈলাশটিলা ও বিয়নীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে।
  • ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর সিলেটের হরিপুরে তেল পাওয়া যায়।
  • ১৯৮৭ সালের জানুয়ারি মাসে ১ম তেল উত্তোলন শুরু হয়। ১৯৯৪ সালে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়।।
  • সিলেট এলাকা মুক্তিযুদ্ধের সময় ৫নং সেক্টরের অধীনে ছিল।
  • হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কার করে BAPEX ।
  • সিলেটের স্থলবন্দর শুল্ক স্টেশন- ৪টি (তামাবিল, ভোলাগঞ্জ, শেওলা, জকিগঞ্জ)।
  • জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত সিলেটে। ছাগল প্রজনন কেন্দ্র- টিলাগড়, সিলেট।
  • দেশের প্রথম শুটিং একাডেমি নির্মিত হচ্ছে- সিলেটে।
  • সিলেটের জকিগঞ্জ থানার মধ্যে দিয়ে সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
  • মনে করা হয় আধুনিক সিলেটই হরিকেল জনপদ।
  • কাঁচ বালির সর্বাধুনিক মজুদ আছে সিলেটে। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে।
  • সিলেটে ওসমানি স্মৃতি জাদুঘর ও ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে।
  • মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি ওসমানির জন্ম- সিলেটে।
  • মুক্তিযোদ্ধা কাঁকন বিবির বাড়ি সিলেটে। বিখ্যাত মনিপুরী নাচ- সিলেটের।
Content added By

Related Question

View More