SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এক মণ ধানে চা ও তুষের অনুপাত ৭;৩ হলে এতে কি পরিমান চাল আছে

Created: 2 years ago | Updated: 1 year ago

অনুপাত (Ratio)

অনুপাত অর্থ তুলনা করা। দুটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করলে ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। এর কোনো একক নেই এবং এর গাণিতিক চিহ্ন '' । ধরি, ক-এর মাসিক বেতন ৭০০০ টাকা এবং খ-এর মাসিক বেতন ৯০০০ টাকা। . ক ও খ-এর মাসিক বেতনের অনুপাত = ৭০০০ : ১০০০ বা ৭:৯।

সমানুপাত (Proportion)

যদি চারটি রাশি এমন হয় যে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ঐ চারটি রাশি দ্বারা একটি সমানুপাত তৈরি হয়। রাশি চারটির প্রত্যেকটিকে সমানুপাতী বলে। সমানুপাতের যে কোনো একটি অনুপাতের রাশিদ্বয় সমজাতীয় হতে হয়। যেমন : a:b=b:c একটি সমানুপাতী।

Content added By

Related Question

View More