SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

মায়ানমার এই দেশটির পুরাতন নাম কি?

Created: 2 years ago | Updated: 2 years ago

তৎকালীন বার্মা ভারতের স্বাধীনতার প্রায় এক বছর পর ১৯৪৮ | সালের ৪ঠা জানুয়ারি স্বাধীনতা লাভ করে। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানক সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নামকরণ করে। "ইয়াঙ্গুন"। ১৯৮২ সালে সামরিক সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর | নাগরিকত্ব বাতিল করে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির | জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of The Union of Myanmar
  • রাজধানীঃ নেপিডো
  • ভাষাঃ কিয়াট
  • মুদ্রাঃ বার্মিজ

জেনে নিই

  • মায়ানমার স্বাধীনতা লাভ করে- ১৯৪৮ সালে; ব্রিটিশদের থেকে।
  • মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে- ৫টি রাষ্ট্রের (বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ভারত এবং লাওস)।
  • ২য় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২-১৯৪৫ অবধি জাপানের অধীনে ছিল বার্মা।
  • মায়ানমারের জাতির জনক অং সান। বার্মার নাম ১৯৮৯ সালে মায়ানমার রূপান্তরিত হয়।
  • মায়ানমারের প্রাচীন নাম- ব্রহ্মদেশ। প্যাগোডার দেশ বলা হয়- মায়ানমারকে ।
  • বৌদ্ধ ভিক্ষু আন্দোলনের নাম- ‘জাফরানি বিপ্লব’
  • মায়ানমারের আইনসভা- দ্বিকক্ষবিশিষ্ট।
  • মায়ানমারের প্রবেশদ্বার বলা হয়- ইয়াঙ্গুনকে।
  • ২০০৭ সালে বৌদ্ধভিক্ষুদের আন্দোলনের নাম- জাফরান বিপ্লব।
  • এন. এল. ডি কোন দেশের সরকারী দল- মায়ানমার।
  • সাম্প্রতি মিয়ানমারে জান্তা সরকার মিন অং হ্লাইং ক্ষমতা গ্রহন করে ।
  • মায়ানমার সামরিক বাহিনী তাতমাডও নামে পরিচিত।
  • নাসাকা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কে বলা হয়- লুনথিন।
  • BGP (Border Guard Police)- মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম।
  • ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (১৯৮৮) প্রেসিডেন্ট- অং সান সুচি।
  • স্বাধীনতার জন্য 'কারেন বিদ্রোহীরা' মায়ানমারে যুদ্ধরত।
  • মংডু যে দুই দেশের সীমান্ত এলাকা- বাংলাদেশ ও মায়ানমার
  • ১৯৯১ সালে শান্তিতে নোবেল বিজয়ী অং সার সুচি আটক ছিলেন ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার।
  • মিয়ানমার বিপ্লবী সংগঠন বা গ্রুপ- গডস্ আর্মি ও কারেন। ‘মা বা খা' মিয়ানমার কট্টর বৌদ্ধদের সংগঠন।
Content added By

Related Question

View More

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.