Summary
জাতিসংঘ ১৯৭১ সালে স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা প্রস্তুত করে এবং বাংলাদেশ ১৯৭৫ সালে LDC হিসেবে অন্তর্ভুক্ত হয়। LDC থেকে বেরিয়ে যাওয়ার প্রথম যোগ্যতা যাচাই বাংলাদেশ ২০১৮ সালে উত্তীর্ণ করে এবং দ্বিতীয় তথা চূড়ান্ত যাচাই ২০২১ সালে পাস করে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ৪০তম প্লেনারী সভায় ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশকে LDC থেকে উত্তরণের সুপারিশ অনুমোদিত হয়। Bangladesh is expected to graduate from LDC status on ২৪ নভেম্বর, ২০২৮।
এতে বলা হয়, ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে LDC Graduation সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি ২ বছর পেছানোর ফলে নতুন সময়সীমা ২০২৬ নির্ধারণ করা হয়।
জাতিসংঘ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা প্রস্তুত করে ১৯৭১ সালে। বাংলাদেশ LDC (Least Development Country) ভূক্ত হয় ১৯৭৫ সালে। LDC থেকে বেড়িয়ে যাবার জন্য প্রথম যোগ্যতা যাচাই উত্তরণ- ২০১৮ সালে । LDC থেকে বেড়িয়ে যাবার জন্য দ্বিতীয় ও চূড়ান্ত যাচাই উত্তরণ- ২০২১ সালে। LDC থেকে উত্তরণের সক্ষমতা অর্জনের ৩ বছর পর একটি দেশ উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বঠকের ৪০তম প্লেনারি সভায় ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করা হয়। বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ লাভ করে ২৬ ফেব্রুয়ারি ২০২১। সে অনুসারে ২০২৮ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হবে। বাংলাদেশ পাশাপাশি নেপাল ও লাওস হবার কথা থাকলেও করোনার কারণে তা ২ বছর পিছিয়ে উত্তরণের সময় ২০২৬ নির্ধারণ করা হয়। আয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে। বাংলাদেশের ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে LDC Graduation সম্পূর্ণ হবার কথা থাকলেও করোনার কারণে তা ২ বছর পিছিয়ে উত্তরণের সময় ২০২৬ নির্ধারণ করা হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more