SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission
জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - মানব দেহের পালমোনারি সংবহন

*পালমোনারি সংবহন (Pulmonary circulation): 
যে সংবহন রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে।

ডান ভেন্ট্রিকল পালমোনারি ধমনি ফুসফুস   পালমোনারি শিরা বাম অ্যাট্রিয়াম →  বাম ভেন্ট্রিকল

কাজ : 
এ সংবহনের মাধ্যমে CO2 সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে। সেখানে অ্যালভিওলাসে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় ঘটে ফলে O2 ​সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে।

*পোর্টাল সংবহন (Portal circulation ):
মেরুদণ্ডী প্রাণিতে সাধারণত হেপাটিক (hepatic) এবং রেনাল (renal)– এ দুধরনের পোর্টাল সংবহন দেখা যায়। তবে রেনাল পোর্টাল সংবহন মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণিতে অনুপস্থিত।
হেপাটিক (যকৃত) পোর্টাল সংবহন (Hepatic Portal circulation ):
পৌষ্টিক অঙ্গসমূহ হেপাটিক পোর্টাল শিরা যকৃত হেপাটিক শিরা ইনফিরিয়র ভেনাক্যাভা →  হৃৎপিণ্ড    

*করোনারি সংবহন (Coronary Circulation):
হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারি সংবহনকে করোনারি রক্ত সংবহন বলে।

সিস্টেমিক ধমনির গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে O2 সমৃদ্ধ রক্ত সংবাহিত হয়। হৃৎপিণ্ডের প্রাচীরে CO2 সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে।

সিস্টেমিক ধমনি →  করোনারি ধমনি →  হৃৎপ্রাচীর →  করোনারি শিরা →  ডান অ্যাট্রিয়াম

Content added By