লাল সবুজ বর্ণান্ধতা

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK
2k
Summary

লাল-সবুজ বর্ণান্ধতা:

মানুষের চোখের রেটিনায় বর্ণসংবেদী কোণ-কোষ উৎপাদনের জন্য X লিংকড একটি জিন প্রয়োজন। এই কোণ-কোষ তিন ধরনের, প্রতিটি বিশেষ রঙের প্রতি সংবেদনশীল: লাল, সবুজ, এবং বেগুনি। বর্ণান্ধতা X-লিংকড অ্যালিলের কারণে হয়ে থাকে, যা কোণ-কোষ উৎপাদনে অক্ষম।

হোমোজাইগাস নারী (cc) ও পুরুষ (CY) লাল ও সবুজ রঙের পার্থক্য সনাক্ত করতে পারে না। নারীদের ক্ষেত্রে এই জিনটি হোমোজাইগাস না হলে বর্ণান্ধতা প্রকাশ পায় না, কিন্তু পুরুষের জন্য একটি প্রচ্ছন্ন জিনই যথেষ্ট।

যদি বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারী বিয়ে করেন, তাহলে তাদের সন্তানেরা স্বাভাবিক দৃষ্টিশীল হবে, তবে কন্যারা বর্ণান্ধ জিনের বাহক হবে। পরবর্তী প্রজাতিতে অর্ধেক জিন সঞ্চারিত হবে।

ফলস্বরূপ, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের সাথে বর্ণান্ধবাহক মহিলার বিয়ে হলে, তাদের সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা (একজন বর্ণান্ধতার বাহক), একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র হবে।

 

লাল-সবুজ বর্ণান্ধতা (Red-Green Color Blindness):

মানুষের চোখের রেটিনায় বর্ণসংবেদী কোণ কোষ (cone cell) উৎপাদনের জন্য একটি একট X লিংকড জিন প্রয়োজন। কোণ-কোষ তিন ধরনের। প্রত্যেকটি ধরন একেক বিশেষ রঙের প্রতি সংবেদনশীল। যেমন- লাল, সবুজ ও বেগুনি । এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল (অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে X-লিংকড় অ্যালিলের উপস্থিতি) বর্ণসংবেদী কোণ- কোষ উৎপাদনে অক্ষম। হোমোজাইগাস নারী (cc) ও পুরুষ (CY) লাল ও সবুজ বর্ণের সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে পারে না। অর্থাৎ নারীর ক্ষেত্রে এ জিনটি হোমোজাইগাস প্রচ্ছন্ন না হলে বর্ণান্ধতা প্রকাশ পায় না। কিন্তু পুরুষে একটি প্রচ্ছন্ন জিনই সে বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম ।বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে F1 জনুর পুত্র বা কন্যা সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক এবং পরবর্তী বংশের অর্ধেকে এ জিন সঞ্চারিত হবে।


F। জনুর সন্তানদের অনুরূপ জিনোটাইপধারী (কারণ মানুষে ভাই-বোনের বিয়ে হয় না) স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের সাথে বর্ণান্ধবাহক মহিলার বিয়ে হলে ঐ মহিলার চার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা (এদের মধ্যে এক কন্যা বর্ণান্ধতার বাহক), একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্ম লাভ করবে।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

পুত্র হউক বা কন্যা হউক , স্বভাবিক দৃষ্টি সম্পন্ন
কন্যা বর্ণাব্ধ বাহক
পুত্র ৫০% বর্ণাব্ধ
পুত্র বর্ণাব্ধ
পিতা থেকে কন্যা
পিতা থেকে পুত্র
পিতা থেকে মাতা
পিতা থেকে নাতনী
পিতা থেকে নাতী
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...