মানব কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK
2.5k
Summary

মানব কঙ্কালতন্ত্র ২০৬টি অস্থি নিয়ে গঠিত এবং প্রধানত দুটি ভাগে বিভক্ত:

  1. অক্ষীয় কঙ্কাল: দেহের অক্ষ রেখা বরাবর অবস্থান করে এবং কোমল, নমনীয় অঙ্গগুলোকে ধারণ ও রক্ষা করে। এটি তিনটি অংশে গঠিত:
    • করোটি
    • মেরুদণ্ড
    • বক্ষপিঞ্জর
  2. উপাঙ্গীয় কঙ্কাল: এতে একজোড়া হাত, একজোড়া পা, পেকটরাল গার্ডল এবং পেলভিক গার্ডল অন্তর্ভুক্ত।

কঙ্কালতন্ত্রের কাজ: এটি মানবদেহকে নির্দিষ্ট আকার ও কাঠামো প্রদান করে, নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয়, নড়াচড়া ও চলাচলের ব্যবস্থা করে, অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপন্ন করে এবং খনিজ লবণ সঞ্চয় করে।

মানব কঙ্কালতন্ত্রের অধিকাংশই অস্থি নির্মিত। মোট ২০৬টি অস্থি নিয়ে গঠিত সমগ্র কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা- ১. অক্ষীয় কঙ্কাল (Axial skeleton) এবং ২. উপাঙ্গীয় কঙ্কাল (Appendicular skeleton)।

অক্ষীয় কঙ্কালঃ কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলাে দেহের অক্ষ রেখা বরাবর অবস্থান করে কোমল, নমনীয় অঙ্গগুলােকে ধারণ করে ও রক্ষা করে এবং দেহ কাণ্ডের গঠনগুলাে সংযুক্ত করে অবলম্বন দান করে তাদের একত্রে অক্ষীয় কঙ্কাল বলে। অক্ষীয় কঙ্কাল প্রধানতঃ তিনটি অংশ নিয়ে গঠিত। যথা- (ক) করােটি, (খ) মেরুদণ্ড ও (গ) বক্ষপিঞ্জর      

উপাঙ্গীয় কঙ্কালঃ মানুষের একজোড়া অগ্রপদ বা হাত, একজোড়া পশ্চাৎপদ বা পা, বক্ষ অস্থিচক্র (Pectoral girdle) ও শ্রোণিচক্র (Pelvic girdle) নিয়ে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র গঠিত।

কঙ্কালতন্ত্রের কাজঃ
কঙ্কালতন্ত্র মানবদেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। এ তন্ত্র দেহের গুরুত্বপূর্ণ নরম অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান করে। কঙ্কালতন্ত্রের মাধ্যমে দেহের নড়াচড়া ও চলাচল সম্ভব হয়। অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপন্ন হয় এবং অস্থি খনিজ লবণ সঞ্চয় করে।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

করোটি ও মেরুদন্ড দিয়ে
মেরুদন্ড ও বক্ষঅস্থি চক্র দিয়ে
করোটি ও দুই জোড়া উপাঙ্গিক কংকাল দিয়ে
মেরুদন্ড ও স্নায়ুরজ্জু দিয়ে
দেহকাঠামো গঠন
রক্ষণাবেক্ষণ
চলাচল
বর্জ্য নিষ্কাশন
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...