- তিনি সুলতান মাহমুদের দরবারের সভাকবি ছিলেন।
- প্রাচীন ইরানের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ফারসি ভাষায় রচিত বিখ্যাত মহাকাব্য শাহনামা তারই সৃষ্টি।
- ৩০ বছরের অধিক সময় নিয়ে মহাকাব্য শাহনামা' রচনা করেন
- তাঁকে 'প্রাচ্যের হোমার' বলে অভিহিত করা হয়।
Content added By