প্রাথমিক তথ্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
909
  • গণমাধ্যমকে প্রধানত ৮টি ভাগে ভাগ করা হয়েছে। যথা- বই, সংবাদপত্র, সাময়িকী, ধারণযন্ত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র ও ইন্টারনেট
  • গণমাধ্যম হলো সমাজের দর্পণ।
  • গণমাধ্যম দুই প্রকার । যথা প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রনিক মিডিয়া (রেডিও, টেলিভিশন)
  • গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ- গণমাধ্যম (ফোর্থ স্টেট)।
  • ৫ম স্তম্ভ বলা হয় সুশীল সমাজকে।
  • জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে।
  • Press Institute Bangldesh (PIB) গঠিত হয় ১৯৭৬ সালে।
  • বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত প্রধান সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
  • প্রথম বাংলাদেশি হিসেবে পুলিত্জার পুরস্কার লাভ করেন রয়টার্স ফটোগ্রাফার মোঃ পনীর হোসেন (২০১৮)।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...