আলফ্রেড নোবেল
- বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন
- ১৮৩৩ সালে। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত ।
- তিনি ১৮৭৫ সালে উদ্ভাবন করেন ব্লাস্টিং গিলাটিন
- নোবেল ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য সম্পত্তির ৯৪ শতাংশ দান করে যান।
- ১৯০১ সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার।
- শুরু ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালিতে মৃত্যুবরণ করেন।
- প্রতিবছর ১০ ডিসেম্বরে অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
- অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাঁর উইলে কোনো অর্থ অনুমোদন করে যাননি।
জেনে নিই
- নোবেল পুরস্কার প্রদান করা হয়- সুইডেন থেকে।
- নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়- ১৯০০ সালে
- প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়- ১৯০১ সালে।
- বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার- নোবেল পুরস্কার।
- নোবেল পুরস্কারের প্রবর্তক- সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল।
- আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য উইল করে যান- ৩১ কোটি ১০ লাখ ক্রোনা ।
- নোবেল পুরস্কার দেওয়া হয়নি- ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে (২য় বিশ্বযুদ্ধের কারণে)।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হতো- ৫টি ক্ষেত্রে।
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে
- চিকিৎসা বিজ্ঞান
- পদার্থ বিজ্ঞান
- রসায়ন
- শান্তি
- সাহিত্য
- অর্থনীতি
নোবেল পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের নাম (৪টি)
- ওয়েজিয়ান নোবেল কমিটি (নরওয়ে) - শান্তি
- রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সস (সুইডেন)- পদার্থ , রসায়ন ও অর্থনীতি
- সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য
- ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা বিজ্ঞান
প্রথম নোবেল বিজয়ী ও দেশ
- ফ্রেডারিক পাসি (ফ্রান্স)ও হেনরি ডুনান্ট (সুইজারল্যন্ড) - ১৯০১ ( শান্তি)
- সুলি প্রুধোম (ফ্রান্স) - ১৯০১ (সাহিত্য)
- উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি) - ১৯০১ (পদার্থ)
- জ্যাকবস হেনরিকাস ভ্যান্ট হফ (নেদারল্যান্ড) - ১৯০১ (রসায়ন)
- এমিল অ্যাডলফ ভন বেহরিং (জার্মানি) - ১৯০১ (চিকিৎসা)
- ইয়েন টিনবারগেন (নেদারল্যান্ডস) ও রাগনার ফ্রিশ (নরওয়ে) - ১৯৬৯ (অর্থনীতি)
উপমহাদেশে নোবেল বিজয়ী
ভারতীয় উপমহাদেশে নোবেল পুরস্কার জয় করেন- ১২ জন।
নোবেল বিজয়ী | ক্ষেত্র | সাল |
|---|---|---|
| ১. রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত) | সাহিত্য | ১৯১৩ |
| ২. চন্দ্রশেখর ভেক্টর রমন (ভারত) | পদার্থ | ১৯৩০ |
| ৩. হয় গোবিন্দ খোরানা (তার) | চিকিৎসা | ১৯৬৮ |
| ৪. মামার ফেরেসা (ভারত) | শান্তি | ১৯৭৯ |
| ৫. সালাম (পাকিস্তান) | পদার্থ | ১৯৭৯ |
| ৬. সুব্রামানিয়ান চন্দ্রশেখর (ভারত) | পদার্থ | ১৯৮৩ |
| ৭. অমর্ত্য সেন (ভারত) | অর্থনীতি | ১৯৯৮ |
| ৮. ড. মুহাম্মদ ইউনূস (বাংলাদেশ) | শান্তি | ২০০৬ |
| ৯. ভেঙ্কটরমন রামকৃষ্ণ (ভারত) | রসায়ন | ২০০৯ |
| ১০. কৈলাশ সত্যার্থী (ভারত) | শান্তি | ২০১৪ |
| ১১. মালালা ইউসুফজাই (পাকিস্তান) | শান্তি | ২০১৪ |
| ১২. অভিজিৎ ব্যানার্জী (ভারত) | অর্থনীতি | ২০১৯ |
জেনে নিই
- ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন- সি.ভি. রমন।
- নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী- সি.ভি. রমন; ভারত।
- সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- মালালা ইউসুফজাঈ (১৭ বছর বয়সে)।
- প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন- ড. মোহাম্মদ ইউনূস ।
- অর্থনীতিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ভারতীয়- অভিজিৎ ব্যানার্জী (২০১৯ সালে)।
- প্রথম বাঙালি হিসেবে নোবেল পান করেন- রবীন্দ্রনাথ ঠাকুর; ১৯১৩ সালে গীতাঞ্জলি (১৯১০) রচনার জনা ।
- অমর্ত্য সেন কল্যাণ অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন (দুর্ভিক্ষ ও দারিদ্র্য, সামাজিক চয়ন তত্ত্বে)।
মুসলিম নোবেল বিজয়ী
- এ পর্যন্ত মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করে- ১৩ জন।
- মুসলিমরা এ পর্যন্ত নোবেল পুরস্কার পায়নি- অর্থনীতিতে।
- প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন- আনোয়ার সাদাত (মিশর)।
- আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম- নাগিব মাহফুজ (মিশর) ।
- নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী- শিরিন এবাদি (ইরান)।
- নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কোল কারমান (ইয়েমেন)।
নোবেল পুরস্কার প্রত্যাখানকারী
- স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখান করে- ২ জন ।
- ফ্রান্সের জঁ পল সাত্রে; ১৯৬৪ সালে (সাহিত্যে)।
- এশিয়ার শান্তিতে নোবেল বিজয়ী প্রথম ব্যক্তি- ভিয়েতনামের লি ডাক থো।
- ভিয়েতনামের লি ডাক থো: ১৯৭৩ সালে (শান্তিতে) ভিয়েতনামের লি ডাক থো
- শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন
- সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন- ২ জন; রাশিয়ার বরিস পেস্তারনেক, ফ্রান্সের জ্যাঁ পল সারে
মরণোত্তর নোবেল বিজয়ী
এ পর্যন্ত মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন- ৩ জন।
১. কানাডার রালফ এম স্টেইনম্যান: ২০১১ সালে (চিকিৎসায়)।
২. সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড: ১৯৬১ সালে (শান্তিতে)।
৩. সুইডিশ কবি এরিক কার্লফেল্ট; ১৯৩১ সালে (সাহিত্যে)।
নোবেল বিজয়ী নারী
- প্রথম নোবেল বিজয়ী নারী- পোল্যান্ডের মাদাম কুরি: ১৯০৩ সালে (পদার্থে)।
- ভারতীয় উপমহাদেশে নোবেল বিজয়ী নারী- মাদার তেরেসা ও মালালা ইউসুফজাঈ ।
মার্কিন প্রেসিডেন্টদের নোবেল জয়
- এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পান- ৪ জন।
- প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থিওডর রুজভেল্ট ১৯০৬ সালে শাস্তিতে ।
- দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে উড্রো উইলসন ১৯১৯ সালে শান্তিতে।
- তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার ২০০২ সালে শান্তিতে
- চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ২০০৯ সালে শাস্তিতে।
- ক্ষমতায় থাকা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পান- ৩ জন; যথা: থিওডর রুজভেন্ট, উড্রো উইলসন ও বারাক ওবামা।
অন্যান্য
- দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটেনের বাট্রান্ড রাসেল (১৯৫০ সালে)।
- রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল
- ১৯৫৩ সালে Second World War গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান- উইন্সটন চার্চিল ।
- বিজ্ঞানী কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন- লিনাস পাউলিং (১৯৬২ সালে)।
- মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন- ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)।
- পিতা-পুত্র একই সালে নোবেল পুরস্কার পেয়েছেন- পিতা উইলিয়াম ব্রাগ ও পুত্র লরেন্স ব্রাগ; পদার্থবিজ্ঞানে।
- সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- পাকিস্তানের মালালা ইউসুফজাঈ।
- সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- যুক্তরাষ্ট্রের জন বি. গুডএনাফ (৯৭ বছর)।
- শান্তিতে তিনবার নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র সংস্থা- Red Cross. ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে।
Content added || updated By
# বহুনির্বাচনী প্রশ্ন
Abiy Ahmed Ali
Jawar Mohammed
Lemma Megersa
Zinash Tayachew
Nadia Murad
Obama
Dr. Yunus
Malala
Angus Deaton
Dr Mohammad Yunus
Eukia Amano
Takihike Nakao
An American
A Russian
A Belgain
British
Oliver Hart and Bengt Holmstrom
Oliver Hart and Yoshinori Ohsumi
Yoshinori Ohsumi and Alexievich
Oliver Hart and Angus Deaton
Read more