অস্কার পুরস্কার

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.1k
  • বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বা নোবেলখ্যাত পুরস্কার- অস্কার।
  •  পুরস্কারটি অন্য যে নামে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
  • পুরস্কারটি প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে
  •  পুরস্কারটি প্রথম প্রদান করা হয়- ১৯২৯ সাল থেকে।
  • অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস, ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।
  • পুরস্কারটির প্রবর্তক-যুক্তরাষ্ট্রের হলিউড Academy of Motion Pictures Arts & Science 
  • প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার বিজয়ী- সত্যজিৎ রায়; ১৯৯২ সালে।
  • প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।
  • এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান। 
  •  প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।
  • নাফিস বিন জাফর যে ক্যাটাগরিতে পুরস্কার পান- বিজ্ঞান ও প্রযুক্তি ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বয়েজ ডোন্ট ক্রাই
দি ম্যাটিক্স
আমেরিকান বিউটি
সাম্প্রতি তথ্য জেনে নিন
শিশু সাহিত্য পুরস্কার
সাংবাদিকতার পুরস্কার
চলচ্চিত্র পুরস্কার
ক্রীড়া পুরস্কার
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...