SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Admission

খ ইউনিট ২০১৯-২০২০ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2019

All Question

অনুচ্ছেদে নুরুল হুদা টুপির প্রভাবকে বোঝাতে ‘টুপির তেজ’ শব্দটি ব্যবহার করেছে। নুরুল হুদার মধ্যে যে হীনমন্যতাবোধ কাজ করছিল রেইন কোটটি পরার পর তার আমূল পরিবর্তন ঘটে। মনের পরিবর্তন হেতু টুপির পানির স্বাদ নুরুল হুদার কছে পানসে মনে হয়, তিনি মনে করেন মুক্তিযোদ্ধার রেইনকোটের তেজের কারণেই সম্ভবত পানির স্বাদ বদলে গেছে। গল্পে টুপির তেজ শব্দটির একটা প্রতীকী তাৎপর্য আছে সেদিকটা এখানে ব্যঞ্জনা পেয়েছে। মূলত মুক্তিযোদ্ধাদের যে সাহস তারই ব্যাঞ্জনাময় প্রকাশ ঘটেছে।

1 year ago

গল্পে একজন সাধারণ ভীতু মানুষ হিসেবে নুরুল হুদাকে আমরা দেখতে পাই। কিন্তু মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোটটি পরার পর থেকে তার ভেতর ইতিবাচক পরিবর্তন আসে। ভীতু নুরুল হুদার ভেতর পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের জন্য তাদের প্রতি ঘৃণাবোধ কাজ করছিল তা উল্লিখিত শব্দচয়নে স্পষ্ট বোঝা যায়। সুতরাং বলা যায় গুষ্টি সুরত, শব্দদ্বয় পাকস্তিানিদের প্রতি নুরুল হুদার যে ক্ষোভ- ঘৃণা জন্মেছিল তারই বহিঃপ্রকাশ।

1 year ago

মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়েছে উষ্ণতা সাহস ও দেশপ্রেম। তাই রেইনকোটটা রেখে যাওয়ার জন্য মিন্টুর প্রতি সে মনে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের প্রতি প্রত্যেকটা মানুষের অত্যন্ত আবেগ ও ভালোবাসা থাকে। নানান কারণে সব সময় এই ভালোবাসা দৃশ্যমান হয়না। নুরুল হুদাও সংসারের টানাপোড়নে নীরব থাকতে চেয়েছে কিন্তু ঐ সময়ে নীড় তথা মা ও মাটির প্রতি যে ভালোবাসা এটাকে তিনি লুকিয়ে রাখতে পারেন নি। রেইনকোটটি তাকে শক্তি ও সাহস জুগিয়েছে। ক্রমশ তিনি ভয়কে জয় করে সাহসের সাথে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

1 year ago

অনুচ্ছেদটিতে রেইনকোট সাহস ও দেশ প্রেমের প্রতীক হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় সাহস ও দেশপ্রেম। একজন মুক্তিযোদ্ধার রেইনকোট হিসেবে প্রর প্রতীকি তাৎপর্য অসাধারণ।

1 year ago

জীবন ও বৃক্ষ প্রবন্ধে মানুষের দৈহিক বৃদ্ধির পাশাপাশি আত্মিক বিকাশের উপর জোর দিতে প্রাবন্ধিক উল্লেখিত শব্দটি ব্যবহার করেছেন। দৈহিক বৃদ্ধির পাশাপাশি মানুষকে তার আত্মার বিকাশ ঘটাতে হয়। না হলে সে অসম্পূর্ণ থেকে যায়। আর মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। মানুষকে ‘আত্মা’ তৈরী করে নিতে হয়। প্রাবন্ধিকের দৃষ্টিতে সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা আসে তাই আত্মা। জীবনের নানান অভিজ্ঞতা যেমন- প্রেম ও গভীর অনুভুতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন করতে পারে। আর এর মাধ্যমে মানুষ দৈহিক বৃদ্ধির পাশাপাশি আত্মারও বিকাশ ঘটাতে পারে।

1 year ago

আমার ঘরে একটি দক্ষিণমুখী বাতায়ন আছে 

1 year ago

it is one of the great speeches all over the world. his bold speech helped us to get freedom. so beyond all, it is very important in our national and international life.

1 year ago
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.