SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Admission

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) ||

All Question

11.

কামাল মনে মনে তিন অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা ভাবল। সংখ্যাটি বের করার জন্য শিহাবকে কয়েকটি সংকেত দিল। সংকেতগুলো হলো:
➡️ সংখ্যাটি ১২১২ এর অর্ধেক অপেক্ষা কম।
➡️ এটি ৫০২ থেকে ৬০৬ এর মধ্যে অবস্থিত।
➡️ সংখ্যার অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়।
➡️ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল এর একক স্থানীয় অঙ্কটির সমান।
➡️ সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক।
শিহাবের মতো তোমরাও কামালের গোপন সংখ্যাটির রহস্যভেদ করো।

Created: 1 year ago | Updated: 8 months ago

* সংখ্যাটি ১২১২ এর অর্ধেক অপেক্ষা কম অর্থাৎ ৬০৬ এর কম।

* এটি ৫০২ থেকে ৬০৬ এর মধ্যে অবস্থিত ।

* ত্রিভুজ গঠনের শর্ত ভঙ্গ করে ৫০২ থেকে ৬০৬ এর মধ্যে অবস্থিত সংখ্যাগুলো হলো:

⇒ ৫১২, ৫১৩, ৫১৪, ৫২১, ৫২৩, ৫৩১, ৫৩২, ৫৪১, ৫৫১,৫৬১, ৫৬১, ৫৭১, ৫৭২, ৫৮২, ৫৮৩, ৫৯১, ৫৯২, ৫৯৩, ৫৯৪ অর্থাৎ সংখ্যার অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব না ।

সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল এর একক স্থানীয় অঙ্কটির সমান এরকম সংখ্যা ৫১৩ কারণ:

৫১৩ = ৩ × ৩ = ৯ এবং ৫১৩= ৫+১+৩ = ৯

* ৫১৩ এর একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি ৩ ও ১,যারা পরস্পর সহমৌলিক। অতএব, নির্ণেয় সংখ্যাটি ৫১৩

8 months ago
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.