জনাব শরীফ "আদিবাহ পোল্ট্রি” খামারের স্বত্বাধিকারী কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। ২০২৪ সালের অতিবৃষ্টি, পাহাড়ি ঢলের পানি ও বন্যা রক্ষা বাঁধ ভাঙনের ফলে বন্যা কবলিত হয়ে কুমিল্লা, ফেণী, নোয়াখালীসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা বন্যার পানিতে ডুবে "আদিবাহ পোল্ট্রি” খামারের সব মুরগি মারা যায়। তাঁর ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লক্ষ টাকা। বন্যা কবলিত এলাকার সকল খামারির একই অবস্থা হয়েছে। জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীরা বর্তমানে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি সহায়তাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?