Academy

দুইটি রাষ্ট্রের সরকারের ক্ষমতার ধারা :

'X' ব্যক্তি জনগণের ভোটে নির্বাচিত 'ক' রাষ্ট্রের প্রকৃত শাসক। তিনি আইনসভার সদস্য নন। তার সরকারব্যবস্থায় দলের চাইতে জাতীয় স্বার্থ বেশি গুরুত্ব পায়।

'Y' ব্যক্তির দল জনগণের সরাসরি ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় 'খ' রাষ্ট্রের সরকার গঠন করে। 'Y' ব্যক্তি এবং তার দল আইনসভায় বিভিন্ন দল-মতের প্রাধান্য দিয়ে বিভিন্ন আইন পাস করেন।

Created: 2 years ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

যে রাষ্ট্রব্যবস্থায় সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাই পুঁজিবাদী রাষ্ট্র।
পুঁজিবাদী রাষ্ট্রে উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিগত মালিকানায় থাকে। এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এখানে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পূর্ণ স্বাধীনভাবে সম্পদ ভোগ ও এর মালিকানা লাভ করে থাকে। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী। যেমন- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত প্রভৃতি।

10 months ago

পৌরনীতি ও নাগরিকতা

🏛️ পৌরনীতি ও নাগরিকতা – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?

তাহলে স্বাগতম SATT Academy–তে — যেখানে শেখা হয় সহজে, সঠিকভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে।

এখানে আপনি পাবেন:

  • NCTB অনুমোদিত বইয়ের ভিত্তিতে সাজানো অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ টেস্ট, ভিডিও লেকচার ও ব্যাখ্যাসহ কনটেন্ট
  • বইয়ের PDF ও ছবি ডাউনলোড সুবিধা

✅ এই পেইজে যা পাবেন:

  • অধ্যায়ভিত্তিক সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় অধ্যায় ব্যাখ্যা — যেমন “গণতন্ত্রের বৈশিষ্ট্য”, “আইনের শাসন”
  • ভিডিও ক্লাস ও কুইজ
  • ছবি ও চিত্রসহ ব্যাখ্যা
  • PDF/ছবি ডাউনলোড সুবিধা
  • কমিউনিটি যাচাইকৃত কনটেন্ট — আরও নির্ভুল ও পরীক্ষাভিত্তিক

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 পৌরনীতি ও নাগরিকতা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া ও ডাউনলোড করার জন্য এই লিংক ব্যবহার করুন)


👨‍👩‍👧‍👦 কাদের জন্য উপযোগী?

  • শিক্ষার্থীদের জন্য: বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক অনুশীলন
  • শিক্ষকদের জন্য: শ্রেণি-নির্ভর প্রস্তুত ক্লাস কনটেন্ট
  • অভিভাবকদের জন্য: সন্তানের শেখায় সহায়তা
  • প্রাইভেট টিউটরদের জন্য: প্রশ্ন সেট, ব্যাখ্যা ও রিভিশনের জন্য

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  • অধ্যায় তালিকা থেকে যেকোনো অধ্যায় বেছে নিন
  • প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন
  • লাইভ টেস্টে অংশ নিন – নিজেকে যাচাই করতে
  • PDF বা ছবি ডাউনলোড করুন – অফলাইনে পড়ার জন্য
  • নিজের মতামত বা ব্যাখ্যা যোগ করুন — শেখান ও শিখুন

✨ কেন পড়বেন SATT Academy থেকে?

✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনমুক্ত শিক্ষা প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুসারে সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ ভিডিও, কুইজ, ব্যাখ্যাসহ ইন্টার‍্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নিয়মিত আপডেটকৃত তথ্য


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি
  • Class 9-10 Civics and Citizenship PDF
  • SSC Civics Bangla Book
  • SATT Academy Civics Question Answer
  • NCTB পৌরনীতি প্রশ্ন PDF
  • Civics SSC MCQ Solution
  • পৌরনীতি ব্যাখ্যা ও উদাহরণ

🚀 আজই শুরু করুন!

SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পৌরনীতি ও নাগরিকতা পড়ুন — বোর্ড পরীক্ষার জন্য নিখুঁত প্রস্তুতির সঙ্গে।

📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য মুক্ত, আধুনিক ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।

Content added By

Related Question

View More

'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থায়ও এমন বৈশিষ্ট্য লক্ষণীয়।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের শাসক আইনসভার নিকট দায়ী নন। এ ধরনের সরকারব্যবস্থায় জাতীয় স্বার্থ বেশি গুরুত্ব পায়। রাষ্ট্রপতি শাসিত সরকারেরও এ ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। এ ধরনের সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই প্রকৃত শাসক ও সরকার প্রধান। তিনি কোনো কাজে মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেও পারেন আবার নাও পারেন। ছকের 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থাটিও পাঠ্যবইয়ের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।

ছকে উল্লেখিত তথ্য অনুযায়ী 'খ' রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থায় জনমতের প্রাধান্য লক্ষ করা যায়।
সংসদীয় সরকারব্যবস্থায় সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী এবং তাঁর দল আইনসভায় বিভিন্ন দল-মতের প্রাধান্য দিয়ে বিভিন্ন আইন পাস করে।
সংসদীয় সরকারের আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। সংসদীয় সরকারের সদস্যগণ বিশেষ করে বিরোধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায়। তাছাড়া সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত হওয়ায় জনমতকে অনুকূলে রাখার জন্য সরকারি ও বিরোধী দল সবসময় তৎপর থাকে।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে, সংসদীয় সরকার ব্যবস্থায় জনমতের প্রাধান্য লক্ষ করা যায়- উক্তিটি যথার্থ।

উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থায় শাসনক্ষমতা বংশ পরম্পরা অনুযায়ী হয়ে থাকে।
বিশ্বের কোনো কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ উত্তরাধিকারসূত্রে শাসনক্ষমতা লাভ করেন। এ ধরনের রাষ্ট্রব্যবস্থাকে রাজতন্ত্র বলা হয়। এ ব্যবস্থায় রাজার ছেলে বা মেয়ে উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের রাজা বা রানি হয়ে থাকেন।

'A' রাষ্ট্রের সরকারব্যবস্থার ধরনটি হলো এককেন্দ্রিক সরকার।
এককেন্দ্রিক সরকারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকারব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। এ ধরনের সরকারব্যবস্থায় প্রশাসনিক ব্যয় কম। কারণ এতে কেবল কেন্দ্রে সরকার গঠন করা হয়। এই সরকার সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন হয়। স্তরে স্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রয়োজন হয় না বলে এতে খরচ কমে। উদ্দীপকে আলোচিত 'A' রাষ্ট্রের বর্ণনার সাথে এককেন্দ্রিক সরকারব্যবস্থার ধারণাটি পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।
'A' রাষ্ট্রে লক্ষ করা যায়, ভৌগোলিক আকৃতি খুব ছোট হওয়ায় 'A' রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও কৃষিক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধন করে। এছাড়া উক্ত রাষ্ট্রের স্তরে স্তরে অনেক কর্মকর্তা-কর্মচারী নেই বলে অর্থনৈতিক খরচও কম। তাই বলা যায়, 'A' রাষ্ট্রের সরকারব্যবস্থার ধরনটি হলো এককেন্দ্রিক সরকারব্যবস্থা।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...