পরিসংখ্যান

একাদশ- দ্বাদশ শ্রেণি - পরিসংখ্যান | NCTB BOOK

তথ্যবিশ্বের প্রত্যেক এককের এক বা একাধিক লক্ষণ বা বৈশিষ্ট্য থাকে।  যদি মানুষ কে একটি একক ধরা হয় তাহলে এর উচ্চতা, ওজন, বয়স এবং রং ইত্যাদি লক্ষণ বা বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা যায়। এ সকল লক্ষণের প্রত্যেকটিই পরিমাণে অথবা গুণে একটা  মানুষ থেকে  অন্য মানুষ আলাদা। যেমন-  উচ্চতা একটি চলক।

6 months ago