ভূগোল

একাদশ- দ্বাদশ শ্রেণি - ভূগোল | NCTB BOOK

নদী যখন সমভূমির  উপর দিয়ে প্রবাহিত হয়,তখন  ক্ষয়কার্যের  ফলে উপত্যকায়  সিড়ির মতো ধাপে ধাপে পর্যায়িত ভূমিরূপ সৃষ্টি হয় একে নদী সোপান বলে

3 months ago

পাহাড়ের পাদদেশে দুই বা ততোধিক পলল পাখা মিলিত হয়ে পাদদেশীয় পলল সমভূমি গঠন করতে পারে। ক্যালিফোর্নিয়ার পাসাডেনা ও রেডল্যান্ডের মধ্যবর্তী পর্বতের পাদদেশে এরুপ পাদদেশীয় পলল সমভূমি দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পর্বতের পূর্ব পার্শ্বের পাদদেশেও কতগুলো পলল পাখা একত্রিত হয়ে এরুপ ভুমির সৃষ্টি করেছে। 

8 months ago

তটদেশীয় অঞ্চলের পর থেকে মহীসোপানের সীমা পর্যন্ত বিস্তূত অংশকে ঝিনুক অঞ্চল বলা হয়। এ অঞ্চলে সমুদ্রতরঙ্গ সবচেয়ে বেশি ক্রিয়াশীল। সমুদ্রতরঙ্গের ক্ষয় ও গঠন ক্রিয়া এ অঞ্চলে সুস্পষ্ট। সমগ্র পৃথিবীতে এর মোট আয়তন প্রায় ২৫০ লাখ বর্গকিলোমিটার।

4 months ago