Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

অর্থনীতি ১ম পত্র

All Question - (3795)

নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নের উত্তর দাও:

জামিলা বেগম একটি সুপার স্টোরে দৈনিক মজুরিতে কাজ করেন। তিনি একটি সঞ্চয়ী হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে গেলেন। কিন্তু সেখানে তিনি হিসাব খুলতে পারলেন না। 

নিচের উদ্দীপকটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

MV = PT

এখানে, M = 100; V = 5;

T=10 

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

আশিষ প্রতি মাসে ১০০ টাকা করে ব্যাংকে জমা রাখে। বছরের শেষে তার মোট জমার সাথে ব্যাংক কিছু অতিরিক্ত টাকা তার হিসাবে জমা করে। 

ঋণ নিয়ন্ত্রণ করা
নোট প্রচলন করা
অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ
ঋণ আদান-প্রদান করা

নিচের উদ্দীপক হতে প্রশ্নের উত্তর দাও:

একটি আর্থিক প্রতিষ্ঠান জনগণের নিকট হতে ১,০০০ টাকা প্রাথমিক আমানত সংগ্রহ করে বিধিবদ্ধ রিজার্ভ হার ২০% মেনে নিয়ে আমানতের অবশিষ্ট অংশ ব্যবসা বাণিজ্য ও অন্যান্য উৎপাদনশীল খাতে স্বল্পমেয়াদি ঋণ দেয়ার তৎপরতা অব্যাহত রাখে এবং এক সময় পূর্ণ সফল হয়। 

বাণিজ্যিক ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক
বিশেষায়িত ব্যাংক
গ্রামীণ ব্যাংক

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

জামানকে তার বাবা ৫০০ টাকা দিল। জামান সে টাকা থেকে ৩০০ টাকা দিয়ে বই কিনল। বাকি টাকা সে তার মাটির ব্যাংকে জমা রাখল।

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

ছোট মেয়ে রিমির শখ মাটির ব্যাংকে টাকা জমানো। এক বছর পর ব্যাংকটি ভরে গেল। তারপর ভেঙে দেখা গেল ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকার মুদ্রা ছাড়াও ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকার নোটে ভর্তি। অছাড়া ১০০ টাকার একটি প্রাইজবন্ডও পেল। সব মিলে তার দুই হাজার টাকা হলো।

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও:

কোন অর্থনীতিতে, M = ২০০, V = ৫, M' = ২০০, V'.=.৫, T = ১০০ 

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

'N' ব্যাংকের পরিচালনা পর্ষদ লক্ষ করলেন যে, তাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অথচ মাথাপিছু আয় কম। এ অবস্থায় তারা দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হলেন।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান তার নিয়ন্ত্রণাধীন সকল আর্থিক প্রতিষ্ঠানের নগদ জমার অনুপাত বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশ ব্যাংক গার্মেন্টস, চিংড়ি ও প্রযুক্তি খাতে সহজশর্তে অধিক ঋণদানের নীতি গ্রহণ করেছিল। এর ফলে সম্প্রতি মুদ্রাবাজারে অর্থ সরবরাহ বেড়ে যায় যা কাঙ্ক্ষিত নয়। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে উল্লিখিত খাতসমূহে ঋণ প্রদানের কোটা কমিয়ে দেওয়ার নির্দেশনা জারি করে।

মুদ্রাস্ফীতি
মুদ্রা সংকোচন
লেনদেনের ভারসাম্য
সম্পদের সুষম বণ্টন