Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা

All Question - (276)

নিচের অনুচ্ছেদটি প্রশ্নের উত্তর দাও :

"রামতনু টেলিভিশনের খবরে জানতে পারেন তাদের পার্শ্ববর্তী উপজেলা বন্যাকবলিত। প্রবল স্রোত ও দুর্যোগের কারণে উপদ্রুত
এলাকার অধিবাসীদের উদ্ধার করা বা সাহায্য দেওয়া সম্ভব হচ্ছেনা বিধায় তারা জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। রামতনু তখনই একটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করতে যায় এবং সাধ্যমত উদ্ধারে ব্রতী হয়.

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

একদিন নীলয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক মহিলার চিৎকার শুনে তাকিয়ে দেখে এক ছিনতাইকারী ভদ্র মহিলার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। তখন নীলয় তার পিছু নিয়ে ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করে ভদ্র মহিলার হাতে তুলে দেয়। এতে সে কিছুটা আঘাতপ্রাপ্তও হয়।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

বীর যোদ্ধারা মা, মাটি, মানুষের কল্যাণে জীবন পর্যন্ত উৎসর্গ করে। যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখানো বীরের কর্তব্য। বীরের সৎসাহস সর্বদাই পূজনীয়। রামায়ণে এমন একজন বালক যোদ্ধা ছিল।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

ধান গৃহিনী তথা দেশী পরিবারের সবাইকে নিরো খেতে বসেছেন দুপুর বেলা। এমন সমর কড়া নাড়ার শব্দ। তিনি দেখলেন দরজায় এক বৃদ্ধ সামার্ত ভিক্ষুক দাঁড়িয়ে আছে। দেবীর মন করুণায় বাণিত হলে नृ নিে দিলেন।

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

শ্রীদেব আধুনিক হলেও ধর্মভীরু। শিক্ষা জীবনে তাঁকে ধর্মহীন করতে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও সে ফাঁদে শ্রীদেব পা দেয় নি। তাই সকলে তাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে।

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২২ ও ১২৩নং প্রশ্নের উত্তর দাও :

কালিনগর গ্রামের একজন কৃষ্ণভক্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি সবকিছু ছেড়ে আযাচকবৃত্তি গ্রহণ করে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। তার মতো মানুষ একালে খুব কমই দেখা যায় ।

গেট পুরে খাওয়া
উপবাস থাকা
লোকের ইচ্ছায় জীবনযাপন
খাবার বিলান

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

নিহাররঞ্জন দরিদ্র হলেও সৎসাহসিকতার উজ্জ্বল মেধাবী ছেলে। কোথাও কোনো অন্যায় দেখলে সে তার প্রতিবাদ না করে ফিরে আসেনি। এর ফলে তাঁকে অনেক বিপদের মুখোমুখি হতে হয়েছে।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার
অন্যায়কারীকে সাহায্য করার
অন্যায় দেখলে চুপ থাকার
অন্যায় দেখলে না দেখার ভান করার

নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

মৃণাল দুষ্ট ও সাহসী প্রকৃতির ছেলে। স্কুলে যাবার নাম করে সে প্রায়ই খেলতে যায়। তার বন্ধুরা বিষয়টি জানতে পেরে বলে তুমিতো দেখছি বিভীষণ পুত্র-তরণীর মতো।