SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - প্রার্থনা ও বিশ্বশান্তি | NCTB BOOK

পাঠ: ২

প্রার্থনা বিষয়ে যীশুর শিক্ষা ও প্রভুর প্রার্থনা

 

পিতার সাথে যুক্ত থাকার জন্য যীশু সবসময় প্রার্থনা করতেন। যেকোন কাজ করার আগে, অতি ভোরে, গভীর রাতে, গেৎসিমানী বাগানে ও মরুভূমিতে, একাকী নির্জনে গিয়ে তিনি প্রার্থনা করেছেন। প্রার্থনার মাধ্যমে তিনি পিতার কাছে শক্তি চাইতেন। তাঁর শিষ্যদেরও তিনি সেই শিক্ষা দিয়েছেন। যীশুর সাথে তাঁর শিষ্যেরা ছিলেন। যীশু তাদের নানা বিষয়ে উপদেশ দিয়েছিলেন, যেমন ধর্ম-কর্ম করা, দান করা, সরল পথে চলা এবং প্রার্থনা করা ইত্যাদি। যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন, তোমরা যখন প্রার্থনা করো- তখন ভণ্ডদের মতো করো না, তারা লোক দেখানো প্রার্থনা করে। এইজন্য তারা রাস্তার মোড়ে বা প্রকাশ্য স্থানে দাঁড়িয়ে প্রার্থনা করতে পছন্দ করে। তাই তারা কিন্তু তাদের পুরস্কার পেয়েই গেছে। তিনি তাদের বললেন, তুমি যখন প্রার্থনা করো, নিজের ঘরের দরজা বন্ধ করে প্রার্থনা করো এবং পিতাকে ডাকো- যিনি গোপনে থাকেন। তিনি সবকিছু দেখতে পান এবং পুরস্কৃত করেন। যীশু সরল মনে, নিরবে এবং অন্তর থেকে প্রার্থনা করতে বলেছেন। অন্তর থেকে প্রার্থনা করলে ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। (মথি ৬:৫-৬)।

 

একসময় শিষ্যেরা যীশুকে বললেন, গুরু আমাদের শিখিয়ে দিন কীভাবে প্রার্থনা করতে হয়। তখন প্রভুযীশু তাঁর শিষ্যদের একটি প্রার্থনা শিখিয়েছিলেন। এই প্রার্থনাটিকে, "প্রভুর প্রার্থনা" বলা হয়।

 

সে প্রার্থনাটি দেয়া হলো-

 

ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী প্রভুর প্রার্থনা

(মথি ৬:৯-১৩ পদ)

প্রোটেস্ট্যান্ট বিশ্বাস অনুযায়ী প্রভুর প্রার্থনা 

(মথি ৬:৯-১৩ পদ)

 

হে আমাদের স্বর্গস্থ পিতঃ, 

তোমার নাম পূজিত হোক, 

তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, 

তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক।

আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও।

আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, 

তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর। 

আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, 

কিন্তু অনর্থ হইতে রক্ষা কর।

আমেন।

 

হে আমাদের স্বর্গস্থ পিতঃ, 

তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, 

তোমার রাজ্য আইসুক, 

তোমার ইচ্ছা সিদ্ধ হউক, 

যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক; 

আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও; 

আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, 

যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি; 

আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, 

কিন্তু মন্দ হইতে রক্ষা কর। 

কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। 

আমেন।

 

এখন পর্যন্ত আমরা এই প্রভু যীশুর শিখানো প্রার্থনায় পিতাকে ডাকি এবং তাঁর প্রশংসা করি। তাঁর ইচ্ছা ও রাজ্য পূর্ণ হবার প্রার্থনা করি। এই প্রার্থনার মধ্য দিয়েই আমরা পিতার কাছে আমাদের দৈনিক খাবার চাই। আমরা যেমনভাবে অন্যের দোষ ক্ষমা করি, সেইভাবে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করি। তিনি যেন আমাদের সমস্ত পাপ ও অমঙ্গল থেকে রক্ষা করেন তা প্রার্থনা করি।

 

ক) বাম দিকের তথ্যের সাথে ডান দিকের তথ্যের মিল করি।

বাম পাশ

ডান পাশ

 

i) আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি,

 

i) তেমনি মর্ত্যেও পূর্ণ হোক।

 

ii) কিন্তু অনর্থ

 

ii) তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক।

 

iii) তোমার নাম পূজিত হোক,

 

iii) তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা কর।

 

iv) তোমার ইচ্ছা যেমন স্বর্গে

 

iv) হতে রক্ষা কর।

 

খ) সকলে হাত জোড় করে ভক্তিসহকারে প্রভুর শিখানো প্রার্থনাটি বলি।

গ) 'প্রভুর প্রার্থনাটি' সঠিকভাবে লিখি।

 

এ পাঠে শিখলাম

- প্রার্থনা বিষয়ে যীশুর শিক্ষা ও প্রভু যীশুর শেখানো প্রার্থনাটি শিখলাম।

Content added By
Promotion