SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - যীশুর কর্মজীবন | NCTB BOOK

পাঠ: ৩

যীশুর গুরুত্বপূর্ণ শিক্ষা

(মথি ৫:১-১০)

যীশু শুধু খোলা জায়গায় বা সাগরপাড়েই শিক্ষা দেননি তিনি সমাজঘরেও শিক্ষা দিতেন। তিনি তাঁর শিষ্যদের নিয়ে অনেক সময় মাঠে বা রাস্তার ধারে সবুজ ঘাসের উপরে বসতেন। তারা তাঁর দেয়া শিক্ষা গভীর মনোযোগ দিয়ে শুনতেন। তিনি তাদের শিক্ষা দেন, কারা জীবনে সত্যিকারের সুখী এবং কারাই বা ধন্য। এভাবে দরিদ্র এবং অতি সাধারণ জীবন-যাপন যারা করে তারাই ধন্য এবং সুখী। সেজন্য যীশুর শিক্ষা হলো- আমরা যেন জীবনে কোনোকিছুর জন্য অতিরিক্ত চিন্তা না করি। সবসময় যেন ঈশ্বরের উপর নির্ভর করে অর্থাৎ প্রার্থনায় একনিষ্ঠ হয়ে চলতে পারি। কীভাবে প্রার্থনা করতে হবে এবং কোথায় করতে হবে তাও তিনি শিক্ষা দেন। এভাবেই তাঁর প্রতিটি শিক্ষার গভীর অর্থ তিনি শিষ্যদের এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দিতেন। শিষ্যেরা যেমন যীশুর শিক্ষানুসারে জীবন-যাপন করতেন, তেমনি তাঁর কথা এবং শিক্ষা অন্যদেরকেও জানিয়েছিলেন। আমরাও যেন সেভাবেই সর্বদা করতে সচেষ্ট হই।

 

"একদিন লোকের ভিড় দেখে যীশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন, তখন শিষ্যেরা তাঁর কাছে এগিয়ে এলেন। তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন-

অন্তরে যারা দীন, ধন্য তারা- স্বর্গরাজ্য তাদেরই। 

দুঃখে-শোকে কাতর যারা, ধন্য তারা- তারাই পাবে সান্ত্বনা। 

বিনয়ী কোমল প্রাণ যারা, ধন্য তারা- প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। 

ধার্মিকতার দাবী পূরণের জন্য তৃষিত ও ব্যাকুল যারা, ধন্য তারা- তারাই পরিতৃপ্ত হবে। 

দয়ালু যারা, ধন্য তারা- তাদেরই দয়া করা হবে। 

অন্তরে যারা পবিত্র, ধন্য তারা- তারাই পরমেশ্বরকে দেখতে পারবে। 

শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা- তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে। 

ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা- স্বর্গরাজ্য তাদেরই।"

 

ক) নিচের সঠিক বাক্যগুলোর পাশে টিক (✓) চিহ্ন দেই।

i) যীশু তাঁর শিষ্যদের নিয়ে মাঠে, রাস্তার ধারে ঘাসের উপর বসতেন। 

ii) শিষ্যেরা যীশুর শিক্ষা শুনতেন না। 

iii) যীশুর শিক্ষা হলো- সর্বদা ঈশ্বরে নির্ভর করা।

iv) প্রার্থনায় অমনোযোগী হওয়াই যথার্থ। 

v) যীশু তাঁর প্রতিটি শিক্ষার গভীর অর্থ শিষ্যদের বুঝিয়ে দিতেন।

 

খ) বাম পাশের তথ্য অনুযায়ী ডান পাশের খালি জায়গায় সঠিক তথ্য লিখি।

বাম পাশ

ডান পাশ

i) অন্তরে যারা দীন, ধন্য তারাi) 
ii) দয়ালু যারা, ধন্য তারাii) 
iii) দুঃখে-শোকে কাতর যারা, ধন্য তারাiii) 
iv) শান্তি স্থাপন করে যারা, ধন্য তারাiv) 

গ) আমরা একসাথে গান করি।

অন্তরে যারা দীন, ধন্য তারা.........।

 

এ পাঠে শিখলাম

- পর্বতের উপর যীশুর দেয়া শিক্ষা যা অষ্টকল্যাণ বাণী নামে পরিচিত। অন্তরে যারা দীন এবং অতি সাধারণভাবে জীবন-যাপন করে যারা তারাই ধন্য এবং প্রকৃতপক্ষে সুখী।

Content added By
Promotion