SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - যীশুর কর্মজীবন | NCTB BOOK

পাঠ: ২

যীশুর শিক্ষাজীবন

(লুক ৫: ১-৩, মার্ক ৪: ১-২)

গালীল প্রদেশের নাসারথ গ্রামে যীশু তাঁর বাবা যোসেফের সাথে যে কাজ করতেন, একসময় তা তিনি ছেড়ে দিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন- তাঁর জীবনের আসল কাজ শুরু করতে হবে। ইতোমধ্যে পিতর, ফিলিপ ও নাথানিয়েল নামে কয়েকজন তাঁর কাছে এলেন। যীশু ঈশ্বরের সুখবর লোকদের কাছে প্রচার করতে শুরু করলেন।

 

যীশু প্রথমেই মন্দ পথ বাদ দিয়ে ঈশ্বরের সুখবরে বিশ্বাস করতে শিক্ষা দিলেন। তাদের মন পরিবর্তন করতে বললেন। তিনি যেহেতু নাসারেথের লোক তাই সেখানকার লোকেরা তাঁর কথা শুনতে চাইতো না। একই সাথে তিনি বিশ্রামবারে সমাজগৃহে (প্রার্থনাগৃহে) অর্থাৎ যেখানে উপাসনা হতো সেখানেও শিক্ষা দিতেন। এছাড়াও তিনি গ্রামে-গ্রামে গিয়েও শিক্ষা দিতেন। যেখানে লোকেরা খুব আগ্রহ এবং উৎসাহ নিয়ে তাঁর কথা শুনতো। যারা তাঁর কথা শুনতো তারা সবাই খুব অবাক হতো। তিনি যথেষ্ট সাহসের সাথেই দক্ষতা নিয়ে শিক্ষা দিতেন। তারা মনে মনে ভাবতো- কী করে তিনি এভাবে নতুন চিন্তা নিয়ে কথা বলেন। তাঁর কথাগুলো যেন আগুনের মতোই চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এভাবেই দূরের ও কাছের অনেকেই তাঁর কাছে শিক্ষা গ্রহণের জন্য আসতে শুরু করলো। তিনি সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষা দিতেই ব্যস্ত থাকতেন। তাঁর নিজের জন্য কোনো সময়ই পেতেন না। তিনি যখন অনেক দূরে যেতেন তখনও লোকেরা তাঁর পিছু পিছু যেতে থাকতো। ক্লান্ত হলেও তিনি লোকদের সাথে থাকতেন।

একদিন অনেক লোক সাগর পাড়ে ভিড় করছে দেখে যীশু কাছেই পিতরের নৌকাটিতে উঠে একটু দূরে নিয়ে যেতে বললেন। তারপর তিনি সেখান থেকেই লোকদের ঈশ্বরের কথা শিক্ষা দিতে লাগলেন। আর শিক্ষা দিতে দিতে তিনি প্রথমে জেলে পিতর ও তার ভাই আন্দ্রিয়কে তাঁর কর্মজীবনের সঙ্গী হিসেবে বেছে নিলেন। আস্তে আস্তে তিনি তাঁর বিভিন্ন কাজের মাধ্যমে পিতর ও আন্দ্রিয়ের সহায়তায় যাকোব ও যোহনকেও তাঁর সঙ্গী করলেন। তারা চারজনই ছিলেন জেলে। মাছ ধরা জেলে থেকে তিনি তাদের মানুষধরা জেলে হিসেবে বেছে নিলেন। তবে তিনি শুধু জেলে নয় কিন্তু আরও বেশ কয়েকজন অন্য পেশার লোকও তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি ১২জনকে বেছে নিয়েছেন যাতে তারা তাঁর কাজকর্ম দেখে তা অনুসরণ করতে পারে।

 

ক) ডান পাশের তথ্যের সাথে বাম পাশের তথ্যের মিল করি।

 

বাম পাশ

ডান পাশ

i) যীশু ঈশ্বরের সুখবর . . . . . . . . i) ১২ জনকে।
ii) তিনি জেলে পিতর ও তার ভাই আন্দ্রিয়কে . . . . . . . . ii) যাকোব ও যোহনকেও।
iii) তাছাড়াও তিনি তাঁর প্রচার সঙ্গী করলেন  . . . . . . . . iii) তাঁর কর্মজীবনের সঙ্গী হিসেবে বেছে নিলেন।
iv) যীশু তাঁর কাজের জন্য বেছে নিয়েছিলেন  . . . . . . . . iv) প্রচার করতেন।

খ) যীশু কোথায় কোথায় শিক্ষা দিতেন তা পাশের সঠিক শব্দ দিয়ে পূরণ করি।

 

গ) শুদ্ধ উত্তরের পাশে টিক চিহ্ন (√) দেই। 

i) যীশু পিতরের নৌকায় উঠে শিক্ষা দিতে লাগলেন।

ii) লোকেরা যীশুকে তুচ্ছ করতো।

iii) তারা সবাই তাঁর পিছু পিছু যেতো। 

iv) যীশু ক্লান্ত হলেই তাদের ছেড়ে চলে যেতেন। 

v) তিনি সাহস ও দক্ষতা নিয়ে শিক্ষা দিতেন।

 

এ পাঠে শিখলাম

 

- যীশু ঈশ্বরের সুখবর প্রচার করলেন ও মন পরিবর্তনের আহ্বান করেন। প্রচার কাজের জন্য শিষ্যদের বাছাই করলেন।

Content added By
Promotion