SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - NCTB BOOK

মহাদেশ ও মহাসাগর

১) মহাদেশ

আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ।

পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। পৃথিবীর সবচেয়ে বড়ো মহাদেশ হলো এশিয়া। সবচেয়ে ছোটো মহাদেশ হলো অস্ট্রেলিয়া/ওশেনিয়া।

ক) মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রে মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি-

২) মহাসাগর

পৃথিবীর তিন ভাগ জলভাগ। জলভাগ নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। এই লবণাক্ত জলরাশিই মহাসাগর। পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়ো এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোটো।

ক) মানচিত্রে জলভাগ চিহ্নিত করি এবং উপরের মানচিত্রে মহাসাগর খুঁজে বের করে নিচে লিখি-

খ) পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করি ও নিচের ছকে তথ্য লিখি-

 মহাসাগরের নাম
এশিয়া ও ইউরোপের উপরে অবস্থিত মহাসাগর 
এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর 
দক্ষিণ আমেরিকার বামে অবস্থিত মহাসাগর 
সবচেয়ে বড়ো মহাসাগর 
সবচেয়ে ছোটো মহাসাগর 

গ) নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে ছকে তালিকা তৈরি করি-

এন্টার্কটিকা, প্রশান্ত, অস্ট্রেলিয়া, ভারত, আটলান্টিক, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ

মহাদেশ

মহাসাগর

  
  
  
  

ঘ) জলভাগ নীল রং করি এবং মহাসাগরগুলোর অবস্থান চিহ্নিত করে নাম লিখি-

৩) মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য

পৃথিবীর মহাদেশগুলোর ভৌগোলিক বৈচিত্র্য:

◇ এশিয়া সবচেয়ে বড়ো মহাদেশ। 

◊ পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত

আফ্রিকা মহাদেশ 

◊ আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 

◊ পৃথিবীর সবচেয়ে বড়ো সাহারা মরুভূমি এখানে অবস্থিত।

উত্তর আমেরিকা মহাদেশ 

◊ উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। 

০ এ মহাদেশের বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে। তাদের ঘর বরফে তৈরি।

দক্ষিণ আমেরিকা মহাদেশ 

◊ দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। 

◊পৃথিবীর বৃহদাকার সাপ এনাকোন্ডা এখানে বাস করে।

এন্টার্কটিকা মহাদেশ 

◇ আয়তনে মহাদেশগুলোর মধ্যে এন্টার্কটিকা পঞ্চম। 

◇ এন্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। 

◊ পেঙ্গুইন এ মহাদেশের বিখ্যাত পাখি।

ইউরোপ মহাদেশ 

◇ মহদেশগুলোর মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ। 

◊ পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ ভ্যাটিকানসিটি এ মহাদেশে অবস্থিত। 

◇ ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি।

অস্ট্রেলিয়া/ওশেনিয়া মহাদেশ 

◇ সবচেয়ে ছোটো মহাদেশ হলো অস্ট্রেলিয়া/ ওশেনিয়া। 

◊ এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত। 

◊ ক্যাঙ্গারু এ মহাদেশের পরিচয় বহন করে।

খ) মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাদেশের নাম লিখি-

মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যমহাদেশের নাম
উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি 
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 
ক্যাঙ্গারুর আবাসভূমি 
এনাকোন্ডা পাওয়া যায় 
পেঙ্গুইনের বসবাস 
এস্কিমোরা বাস করে 
সাহারা মরুভূমি 

৪) এশিয়ার মানচিত্রে বাংলাদেশ

এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি। দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

ক) এশিয়ার মানচিত্রে বাংলাদেশকে চিহ্নিত করি-

খ) মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তা নিচের ছকে লিখি-

দিক দেশ ও জলভাগের নাম
উপর দিক (উত্তর) 
নিচের দিক (দক্ষিণ) 
ডান দিক (পূর্ব) 
বাম দিক (পশ্চিম) 
Content added By