Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

সিরাজউদ্দৌলা

All Question - (212)

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

স্বাধীনতার যুদ্ধে গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়েছিল আহত কয়েকজন মুক্তিযোদ্ধা। টাকার লোভে বাড়ির মালিক তাদেরকে পাকসেনাদের হাতে তুলে দেয়। সেই থেকে সে বজলু রাজাকার নামে সকলের ঘৃণার পাত্র হয়ে আছে। 

রায়দুর্লভ
ক্লাইভ
শওকতজঙ্গ
রাইসুল জুহালা
নৈতিকতা
দেশপ্রেম
আত্মসংযম
ধর্ম-বিশ্বাস

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেব দয়াপরবশ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ি সবাইকে জিম্মি করে টাকা- পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

বিশ্বাসঘাতকদের
দেশদ্রোহীদের
ফরাসিদের
ইংরেজদের

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চারি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

জমিদার কান্ত রায়ের মৃত্যুর পর একমাত্র পুত্র হীরক রায় জমিদারি লাভ করেন। হীরক রায় বয়সে তরুণ ও সরল প্রকৃতির মানুষ। সরলতার সুযোগ নিয়ে কাকা তপন রায় অমাত্যদের নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। টের পেয়ে হীরক রায় কঠোরহস্তে সেই ষড়যন্ত্র দমন করেন।

লর্ড ক্লাইভ
মিরমদান
রায়দুর্লভ
ঘসেটি বেগম

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহায়তায় আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায় । অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়। মা-বোনদের সম্মানহানি করে এবং ব্যাপক গণহত্যা চালায় ।

কুঠির সাহেবদের নির্যাতন
ঘসেটি বেগমের মসনদ দখল
সিরাজউদ্দৌলার বর্বরতা
মিরজাফরের কুটিলতা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হৈরব আর ভৈরব দুই ভাই। চিন্তায়-চেতনায় স্বার্থে-পরার্থে যোজন দূরের বাসিন্দা তারা; কিন্তু তাদের মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে বিভেদ ভুলে হৈরব ভৈরবকে মায়ের চিকিৎসায় তার পাশে থাকার অনুরোধ জানায়। ভৈরব স্বার্থচিন্তা ত্যাগ করে বিনা দ্বিধায় বড় ভাইয়ের পাশে দাঁড়ায় ।

ইংরেজদের পরাজয়
দেশবাসীর কল্যাণ
সিরাজের ব্যর্থতা
বাংলার স্বাধীনতা
স্বার্থান্ধতা
বেইমানি
অনুশোচনা
উচ্চাভিলাষিতা

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফউদ্দিন। এ নিয়েই আকবর সাহেব ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে। দীর্ঘদিন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আনোয়ারের চাচাত ভাই জামিল সম্পত্তির লোভে আনোয়ারকে হত্যা করতে উদ্যত হয়। জামিলের এ তৎপরতা অন্যায় জেনে বাধা দেয় কালাম। অবশেষে জামিলের হাতে নিহত হয় কালাম। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর । 

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

চরম ব্যবসায়িক বিপর্যয়ের সময় স্বার্থের কারণে রশিদ সাহেবের প্রতি স্ত্রী-সন্তানরাও মুখ ফিরিয়ে নেয়; অথচ জীবনের শেষ দিন পর্যন্ত রশিদ সাহেবকে সেবা করার শপথ নেয় ভৃত্য করিম ।