SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম যেমন ভাষা তেমনি ইঞ্জিনিয়ারদের মনের ভাষা প্রকাশের মাধ্যম হচ্ছে ড্রয়িং। সারা বিশ্বের প্রকৌশলীরা তাদের মনের ভাব একে অন্নের কাছে ভোদোপম্য করতে কতগুলি নিয়ম অনুসরন করে ড্রয়িং করে থাকে। অমরা জানি পৃথিবিতে হাজারো রকমের মেশিনারিজ ব্যবহার হয়, আর এই সকল মেশিনারিজ সমুহ এক জায়গায় তৈরী হয়না। এগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তৈরী হয়। পৃথিবীর একপ্রশ্নের প্রকৌশলীগণ অন্য প্রান্তের প্রকৌশলীদের কাছে সব সময় যন্ত্রাংশের সেম্পন্ন পাঠানো সম্বভ হয়না, আর তাই এক্ষেত্রে মাল্টিভিউ এবং সেকশনাল ভিউ এর সহযোগিতা নেওয়া হয়।

কোন যন্ত্রাংশকে শুধুমাত্র আইসোমেট্রিক ভিউ-এর মাধ্যমে অনেক সময় প্রকাশ করা সম্ভব হয়না। এদের কে বিভিন্ন দিক থেকে তাকালে কেমন দেখা যায় তা বিভিন্ন দৃশ্যের মাধ্যমে প্রকাশ করা যায়। অপেক্ষাকৃত জটিল ড্রয়িং সমূহকে মাল্টিভিট অংকনের মাধ্যমে সহজ করে প্রকাশ করা যায়। মাল্টিভিউ-এর মাধ্যমে একটি বস্তুর সাধারনত তিন দিক সম্মুখ দৃশ্য (Front View), উপরের দৃশ্য (TopView) এবং পার্শ্বদেশের দৃশ্য ( Side View) থেকে দেখা হয়, যার ফলে আইসোমেট্রিক ভিউ এর অনেক অদৃশ্য অংশ এটির মাধ্যমে দৃশ্যমান হয়।

এমন অনেক জটিল গঠনের মেশিন পার্টস আছে যাদের ভিতরের গঠন প্রচলিত প্রান্তিক দৃশ্য দ্বারা সুস্পষ্টভাবে প্রকাশ করা সম্ভব হয়না। এই সকল ক্ষেত্রে বস্তুটিকি অনুমানে আনুভূমিক তল বা উলম্ব তল বরাবর ছেদকরে (Sectional View) ভিতরের গঠন প্রকাশ করার জন্য ছেদন দৃশ্য বা সেকশনাল ভিউ ব্যবহার করা হয়। এই সেকশনাল ভিউ এর মাধ্যমে যেকোন প্রকার যন্ত্রাংশের প্রকৃত অভ্যান্তরীন গঠন তুলে ধরা যায়। এই অধ্যায়ে আমরা জানবো কি ভাবে মাল্টিভিউ এবং সেকশনাল ভিউ অংকন করতে হয়।

এ অধ্যায়ে শেষে আমরা-

  • কাজের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহন করতে পারব। 
  • ড্রয়িং এর সেকশনাল ভিউ অংকন করার দক্ষতা অর্জন করব। 
  • যন্ত্রাংশের সেকশনাল ভিউ সম্পর্কে ব্যাখ্যা করতে পারব।
  • যন্ত্রাংশের মাল্টি ভিউ ড্রয়িং প্রণয়ন করতে পারব। 
  • হোল ও থ্রেড সম্বলিত মাল্টি ভিউ ড্রয়িং প্রণয়ন করতে পারব। 
  • যথাযথ নিয়ম মেনে ও সঠিক পদ্ধতিতে ড্রয়িং করতে পারব। 
  • প্রয়োজনীয় সরঞ্জাম আদি নিয়ম অনুসারে যথাস্থানে সংরক্ষন করতে পারব।

উপরুক্ত শিখনফল গুলো অর্জনের লক্ষে এ অধ্যয়ে আমরা যন্ত্রাংশের সেকশান ও মাল্টি ভিউ অংকনের কৌশল ও দক্ষতা অর্জন করব। যন্ত্রাংশের সেকশনাল ও মাল্টি ভিউ অংকনের যথাযথ কৌশল রপ্ত করার উদ্ধেশ্যে প্রথমে আমরা এই সম্পর্কিত প্রয়োজনীয় ত্বাত্তিক জ্ঞান অর্জন করব এবং জব গুল সম্পন্ন করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন করব।

 

 

Content added || updated By

বস্তুর আক্রিতি জটিল হলে শুধু মাত্র অর্থোগ্রাফিক প্রজেকশান ও সম্মুখ দৃশ্য, প্রান্তিক দৃশ্যদ্বারা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সকল ক্ষেত্রে বস্তুকে কেটে ভিতরের অংশ দেখার প্রয়োজন হয়। কল্পিত তল দ্বারা বস্তুকে কেটে কাগজে বা পর্দায় অংকন করলে যে ভিউ তৈরী হয় তাকে সেকশনাল ভিউ বলে।

সেকশনাল ভিউ সহজে বোধগম্য করার জন্য বস্তুর কর্তিত অংশ হ্যাচ প্যাটার্ন (Hatch pattern) দ্বারা আবৃত করা হয়। মেটেরিয়ালের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনে হ্যাচ প্যাটার্ন সেকশান ভিউ-এ লাগানো হয়, যা দেখে বোঝা যায় বস্তুটি কি মেটেরিয়ালের তৈরি। নিচের চিত্রে কিছু মেটেরিয়ালের হ্যাচ প্যার্টান দেখানো হল, যা সেকশান ড্রয়িং এর ক্ষেত্রে ব্যপকভাবে ব্যবহৃত হয়।

 

 

Content added By

সেকশান ভিউ (Section View):

সেকশান ডিউ বস্তুর ভিতরের গঠন প্রকাশ করে, হিডেন লাইন দূরীভূত করে এবং সহজে মাপ নেওয়া যায়। একটি কাটিং ভলের অনুরুপ। কাটা অংশটি সরিয়ে নিলে ভিতরের অংশ ভালোভাবে দেখা যায়। কৰ্তন লাইনে তাঁর চিহ্ন দিয়ে বন্ধুকে কাটার দিক চিহ্নিত করে। সামনে থেকে দেখে যে ভিউ পাওয়া যায় তাকে সেকশনাল ভিউ বলে। নিচের চিত্রে একটি থ্রিডি বস্তুর কাটা অংশ দেখানো হলো।

 

 

Content added By

কাটিং প্লানের অবস্থানের উপর ভিত্তি করে সেকশানকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যথা-

১. ফুল সেকশান (Full section), 

২. হাফ সেকশান (Half Section), 

৩. রিমোড সেকশান (Removed Section), 

৪. রিভল্ফড সেকশান (Revolved section), 

৫. অ্যালাইড সেকশান (Aligned Section), 

৬. অফসেট সেকশান (Offset Section), 

৭. ব্রোকেন-আউট সেকশান (Broken-out Section) ইত্যাদি।

 

Content added By

সেকশান অংকনে করণীয় বিষয় সমুহ

১. যে বন্ধুর সেকশন ভিউ অংকতে হবে, প্রথমে সেই বন্ধুর টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ অংকন করতে হবে। 

২. টপ ভিউ-এর কাঙ্খিত স্থানে কর্তন ভল রেখা ( Cutting plane line) স্থাপন করতে হবে । 

৩. হিডেন লাইনে কর্তন তলে পড়লে তার পরিবর্তে বাউন্ডারী লাইন দিতে হবে। 

৪. ফ্রন্ট ভিউ এর সীমাবদ্ধ তলকে বস্তুর জন্য সুনির্দিষ্ট হ্যাচ প্যাটার্ন দ্বারা পূরন করতে হবে।

 

ফুল সেকশান হাফ সেকশান এবং অফসেট সেকশনের বর্ণনা:

ফুল সেকশান:

কোন বস্তুকে আনুভূমিক বা উলম্ব তল বরাবর সমান দুই খন্ডে বিরক্ত করে বা কেটে সামনের অংশটি সরিয়ে নিলে পিছনের অংশ সামনে থেকে দেখলে যা দেখা যায় তাকে ফুল সেকশনে বলে। চিত্রে একটি ফুল সেকশান দেখানো হয়েছে।

 

Content added By

পারদর্শিতার মানদন্ড:

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রোয়জন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা;

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রস্তুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে ফুল সেকশান ড্রয়িং সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Equipment):

 

অঙ্কনের ধাপ:

১. প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 

২ .সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাপ অনুযায়ী বডার লাইন টানবো । 

১. প্রথমে থ্রি-ডি বা আইসোমেট্রিক ড্রয়িং এর টপ ভিউ অংকন করবো। 

২. এর পর ফুল সেকশ ড্রয়িং করার জন্য টপ ভিউ এর সেন্টার বরাবর চিত্রের অনুরুপ কাটিং প্লেনলাইন অংকন করবো। 

৩. এখন কাটিং প্লেনলাইন বরাবর বস্তুটিকে কাটলে যেমন দেখায় ঠিক তেমন করে ফুল সেকশান ভিউ অংকন করবো । 

৪. বস্তুর যে সকল অংশ কর্তিত হয়েছে সে সকল অংশে মেটেরিয়ালস অনুযায়ি হ্যাচ লাইন যুক্ত করবো। 

৫. বস্তুর যে সকল অংশে হোল বা ছিদ্র ছিল সে অংশে খালি থাকবে অর্থাৎ কোন হ্যাচ লাইন দেবো না । 

৬. বস্তুর কোন অংশে সিলিন্ড্রিক্যাল অংশ থাকলে সেখা অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করবো। 

৭. অংকন মেজারমেন্ট অনুযায়ী করা হলে ডাইমেনশন গুলি দিয়ে দিবো। 

৮. ড্রয়িং করার সময় কোন স্কেলিং এর ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং শীটে উল্লেখ করবো।  

৯. কাজ শেষে সরঞ্জাম সমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন করবো।

 

সতর্কতা

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করবো। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিবো। 

৪. সঠিক পরিমাপ বজায় রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্শ করব বা লিড পেনসিল সেট করে নিবো। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো না। 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করে নিবো।

 

অর্জিত দক্ষতা: ফুল সেকশান ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে। যা বাস্তৰ কাজে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

 

Content added By

হাফ সেকশান (Half Section):

হাফ সেকশান বস্তুকে আনুভূমিক বা উলম্ব তল বরাবর অথবা বস্তুর টপ ভিউয়ের এক চতুর্থাংশ কেটে সরিয়ে নিলে পিছনের অংশ সামনে থেকে দেখলে যেমনটি দেখা যায় তাকে হাফ সেকশান বলে। নিচের চিত্রে একটি হাফ সেকশান দেখানো হয়েছে।

 

Content added By

পারদর্শিতার মানদন্ড :

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুল্স, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা; 

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রস্তুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং কাজের প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে হাফ সেকশান ড্রয়িং সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষনকরা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম(PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Equipment) :

হাফ সেকশন ড্রয়িং:

হাফ সেকশন অঙ্কনের ধাপ:

১. প্রয়োজনীয় গিপিছ নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 

২. সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাপ অনুযায়ী বডার লাইন টানৰো । 

৩. প্রথমে রি-ডি বা আইসোমেট্রিক ড্রয়িং এর টপ ভিউ অংকন করবো। 

৪. এর পর বন্ধুর যে অংশের হাফ সেকশন ড্রয়িং করতে হবে সে অংশ বরাবর টপ ভিউর উপর চিত্রের মত কাটিং প্লেনলাইন অংকন করবো। 

৫. এখন কাটিং প্লেনলাইন বরাবর বস্তুটিকে কাটলে যেমন দেখায় ঠিক তেমন করে হাফ সেকশান ভিউ অংকন করবো। 

৬. বস্তুর যে সকল অংশ কর্তিত হয়েছে সে সকল ভাংলে মেটেরিয়ালস অনুযায়ি হ্যাচ লাইন যুক্ত করবো। 

৭. বস্তুর যে সকল অংশে হোল/চ্ছিন্ন ছিল সে সকল অংশে খালি থাকবে অর্থাৎ কোন হ্যাচ লাইন থাকৰে না। 

৮. বস্তুর কোন অংশে সিসিডিক্যাল অংশ থাকলে সেখানে অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করবো। 

৯. অঙ্কন মেজারমেন্ট অনুযায়ি করা হলে ডাইমেনশন লাইন গুলি দিয়ে দিৰো । 

১০. ড্রয়িং করার সময় কোন স্কেলিং ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং শীটে উল্লেখ করবো। 

১১. কাজ শেষে সরঞ্জাম সমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন করবো ।

 

সতর্কতা:

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করবো।

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করবো। 

৪. সঠিক পরিমাপ বজায়রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্ফ করব বা লিড পেনসিল সেট করবো। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো না। 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করবো।

 

অর্জিত দক্ষতা: হাফ সেকশান ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে। যা বাস্তব কাজের ক্ষেত্রে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

Content added By

অফসেট সেকশন (Offset section):

সেকশান ভিউতে কাটিং প্লেন লাইনকে সাধারনত বস্তুর মাঝামাঝি সোজা কল্পনা করা হয়, তদুপুরি কোনো কোনো ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অভ্যন্তরীণ গঠন পরিষ্কার ভাবে বুঝার জন্য কাটিং প্লেন লাইনকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দিকে ঘুরিয়ে (Offset) কল্পনা করা হয়। আবার অনেকযন্ত্রাংশে অনক গুলি ছিদ্র থাকলেও ছিদ্রগুলো একই লাইনে থাকেনা। সেক্ষেত্রে কাটিং তল দ্বারা ছিদ্রগুলি কাটতে কাটিং তলের দিক পরিবর্তন করা লাগে। কাটিং লাইনের এভাবে দিক পরিবর্তন করে কেটে যে সেকশন পাওয়া যায় তাকে অফসেট সেকশান বলে। নিচের চিত্রে অফসেট সেকশান দেখানো হল।

 

Content added || updated By

পারদর্শিতার মানদন্ড :

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুল্স, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা; 

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রস্তুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং কাজের প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে অফসেট সেকশান ড্রয়িং সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Equipment):

অফসেট সেকশন ড্রয়িং

 

অফসেট সেকশন ড্রয়িং করার ধাপ:

১. প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 

২. সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাপ অনুযায়ী বডার লাইন টানবো । 

৩. প্রথমে থ্রি-ডি বা আইসোমেট্রিক ড্রয়িং হতে যন্ত্রাংটির টপ ভিউ অঞ্চল করবো। 

৪. এর পর বস্তুর যে অংশের অফসেট সেকশন ড্রয়িং করতে হবে সে অংশ বরাবর টপ ভিউর উপর চিত্রানুযায়ী সুবিধামত কাটিং প্লেনলাইন অঙ্কন করবো। 

৫. এখন কাটিং প্লেনলাইন বরাবর বস্তুটিকে কাটলে যেমন দেখায় ঠিক তেমন করে অফসেট সেকশন ভিউ অকহন করবো। 

৬. বস্তুর কন্ঠিতঅংশে মেটেরিয়ালস অনুযায়ী হ্যাচ লাইন যুক্ত করবো। 

৭. বস্তুর যে সকল অংশে হোল/ ছিদ্র ছিল, সে অংশে খালি থাকবে অর্থাৎ কোন হ্যাচ লাইন রাখবো না। 

৮. বস্তুর কোন অংশে সিলিজিক্যাল অংশ থাকলে সেখানে অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করবো। 

৯. অংকন মেজারমেন্ট অনুযায়ী করা হলে ডাইমেনশন লাইন দিবো। 

১০. ড্রয়িং করার সময় কোন স্কেলিং ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং এ উল্লেখ করবো। 

১১. কাজ শেষে সঞ্জাম সমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন করবো।

 

সতর্কতাঃ

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করবো। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিবো। 

৪. সঠিক পরিমাপ বজায় রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্ফ করব বা লিড পেনসিল সেট করে নিবো। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো না। 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করে নিবো।

 

অর্জিত দক্ষতা: অফসেট সেকশান ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে। যা বাস্তব কাজের ক্ষেত্রে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

Content added By

কোন বস্তুর এক প্রান্তের আকার অন্য প্রান্তের আকার হতে ভিন্নতর হতে পারে। এ সব ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অংশ কেটে দেখাতে রিমুভড সেকশন পদ্ধতি ব্যবহার করা হয়। নিচের চিত্রে একটি রিমুভড সেকশন দেখানো হয়েছে

 

Content added By

পারদর্শিতার মানদন্ড :

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুল্স, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা; 

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রস্তুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং কাজের প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে রিমুভ সেকশান ড্রয়িং সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Equipment):

রিমুভড সেকশন ড্রয়িং করার ধাপ :

১. প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান কর । 

২. সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাপ অনুযায়ী বর্ডার লাইন টান। 

৩. প্রথমে থ্রি-ডি বা আইসোমেট্রিক ড্রয়িং হতে সুবিধামত যন্ত্রাংশটি টপ অথবা ফ্রন্ট ভিউ অঙ্কন কর। 

৪. এর পর বস্তুর যে অংশের রিমুভ সেকশন ড্রয়িং করতে হবে সে অংশ বরাবর টপ অথবা ফ্রন্ট ভিউ উপর চিত্রনুযায়ী সুবিধামত কাটিং প্লেনলাইন অংকন কর। 

৫. এখন কাটিং প্লেনলাইন বরাবর বস্তুটিকে কাটলে যেমন দেখায় ঠিক তেমন করে রিমুক্ড সেকশান ভিউ আংকন কর।

৬. বস্তুর যে সকল অংশ কর্তিত হয়েছে সে অংশে মেটেরিয়ালস অনুযায়ী হ্যাচ লাইন যুক্ত কর। 

৭. বস্তুর যে সকল অংশে হোল/ছিদ্র ছিল সে সকল অংশে খালি থাকবে অর্থাৎ কোন হ্যাচ লাইন থাকবে না। 

৮. বস্তুর কোন অংশে সিলিন্ড্রিক্যাল অংশ থাকলে সেখানে অবশ্যই সেন্টার লাইন ব্যবহার কর। 

৯. অঙ্কন মেজারমেন্ট অনুযায়ী করা হলে ডাইমেনশন লাইন দিতে হবে। 

১০. ড্রয়িং করার সময় কোন স্কেলিং ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং এ উল্লেখ করতে হবে। 

১১. কাজ শেষে সরঞ্জাম সমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন কর।

 

সতর্কতাঃ 

১. কাজের সময় মাস্ক ব্যবহার কর। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করব। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিবে। 

৪. সঠিক পরিমাপ বজায় রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্ফ করব বা লিড পেনসিল সেট করে নিব। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো না। 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করবে।

 

অর্জিত দক্ষতা: রিমুভ সেকশন ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে। যা বাস্তবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

 

Content added By

বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আকৃতি একই রকম থাকলে রিভলজ্জ সেকশন এর মাধ্যমে সেকশান করে বস্তুকে দেখানো যায়। নিচের চিত্রে একটি রিভল্ড সেকশন দেখান হল।

 

Content added By

বস্তুর অবস্থান ভার্টিক্যাল বা হরাইজেন্টাল অক্ষের সাথে এক লাইনে না থাকলে বা অক্ষের সাথে অ্যালাইন না থাকলে, অ্যালাইন সেকশন পদ্ধতিতে সেকশন করে বস্তুর ভিত্তরাংশ দেখা যায়। নিচের চিত্রে অ্যালাইন সেকশন পদ্ধতি দেখানো হল।

ব্রোকেন-আউট সেকশান (Broken-out Section):

কোন একটি বস্তুর নির্দিষ্ট একটি অংশের অভ্যন্তরীন গঠন বা ফাঁপা অংশের পুরুত্ব দেখার জন্য ঐ অংশকে বিষম বা অসম রেখা বরাবর ভেঙে বা কর্তন করে যে সেকশন অংকন করা হয় তাকে ব্রোকেন-আউট সেকশন বলে। নিচের চিত্রে ব্রোকেন-আউট সেকশন দেখানো হল।

 

পার্সিয়াল সেকশন (Partial Section):

পার্সিয়াল সেকশন ব্রোকেন-আউট সেকশনের অনরূপ, তবে আকারে অপেক্ষাকৃত বড় কিন্তু হাফ সেকশন হতে ছোট।

অ্যাসেমলি অ্যান্ড পিকটোরিয়াল সেকশন (Assemble and Pictorial Section):

একটি যন্ত্র সাধারনত বেশ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয়। এভাবে অ্যাসেম্বলকৃত যন্ত্রের ভিতরের যন্ত্রাংশের অভ্যন্তর ভাগ দেখতে অ্যাসম্বলি অ্যান্ড পিকটোরিয়াল সেকশন করা হয়। নিচের চিত্রে একটি অ্যাসেম্বলি এবং পিকটোরিয়াল সেকশন দেখানো হল।

 

সেকশনের প্রয়োজনীয়তা (Usefulness of Section) :

জটিল বস্তুর ভেতরের অংশ ভালভাবে দেখার জন্য সেকশন করার প্রয়োজন হয়। যন্ত্র বা যন্ত্রাংশ সংযোজিত অবস্থায় সেকশন করে দেখার প্রয়োজন হতে পারে। কারখানার অ্যাসেম্বলি লাইনে সেকশন ড্রইং অবশ্যই প্রয়োজনীয় বিষয়। কোন যন্ত্রের কোন অংশটি কোনটির পর আছে তা সহজে জানা যায়। এ ক্ষেত্রে বস্তুর সেকশন করে হ্যাচিং এর মাধ্যমে মেটেরিয়াল চিহ্নিত করার জন্য সেকশান করার প্রয়োজন হয়।

 

 

Content added By

মাল্টিভিট (Multi view) :

কোন বাস্তব বস্তুকে উহার সকল পরিমাপ সহ ড্রয়িং এর মাধ্যমে ফুটিয়ে তোলা এতটা সহজ নয়। একটি ত্রিমাত্রিক বস্তুকে টু ডায়মেনশনাল ভিউ-এর সাহায্যে প্রদর্শন বা উপস্থাপন করার পদ্ধতিকে মাল্টিভিউ ড্রয়িং বলে। এই পদ্ধতিতে যে কোন অবজেক্ট বা বস্তুকে টপ, ফ্রন্ট, রাইট সাইড এবং লেফট সাইড এই ৪টি পাশ থেকে দেখলে কেমন দেখা যায় তা পরিমাপ সহকারে উপস্থাপন করা হয়। এই ড্রয়িং-এ অবজেক্ট-এর লুকায়িত বা হিডেন অংশকে হিডেন লাইনের মাধ্যমে মাল্টিভিউতে তুলে ধরা হয়। মাল্টিভিউ ড্রয়িং এর মাধ্যমে যে কোন ত্রিমাত্রিক বস্তুর সকল পরিমাণ প্রদর্শিত হয়, প্রদর্শিত ভিউ গুলোকে একত্রিত করলে আবার মূল অবজেক্টটি পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে জটিল অবজেক্ট কে প্রদর্শিত করতে ৫ম আর একটি ভিউ অক্সিলারি ভিউ-এর সহযোগীতা নেয়া হয়। নিচের চিত্রে একটি ঘরের মাল্টিভিউ দেখানো হল।

 

 

Content added By

পারদর্শিতার মানদন্ড:

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা: 

৪. ড্রয়িং করার নিমিত্তে ড্রয়িং শীট প্রভুত করা; 

৫. প্রদত্ত ড্রয়িং কাজের প্রস্তুতি গ্রহন করা; 

৬. প্রদত্ত ড্রয়িং অনুসারে কাজের ধাপ অনুসরন করে হোল ও থ্রেড সম্বলিত যন্ত্রাংশের মাল্টিভিট অংকন সম্পন্ন করা; 

৭. কাজ শেষে কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জা (PPE):

 

হোল ও মোড সম্বলিত স্মাংশের মাল্টিভিট ড্রয়িং করার ধাপ:

১. প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 

২. সঠিক সাইজের ড্রয়িং শীট নির্বাচন করব এবং মাগ অনুযায়ী বর্ডার লাইন টানবো । 

৩. প্রথমে থ্রি-ডি বাআইসোমেট্রিক ড্রয়িং হতে সুবিধামত যন্ত্রাংশটির টপ, ফ্রন্ট এবং সাইট ভিউ অংকন করার জন্য এলাইনমেন্ট লাইন ঠিক করবো।

৪. যে বস্তুর মালটি ভিউ ড্রয়িং করতে হবে প্রথমেই ডাইমেনশন অনুযায়ী তার ফ্রন্ট ভিউ অঙ্কন করবো। 

৫. ফ্রন্ট ভিউ অংকন করার সময় মনে রাখবো এটির চার পাশে অন্যান্য ভিউ গুলি অংকনের জন্য যথেষ্ট পরিমান খালি জায়গা রাখবো। 

৬. এখন ফ্রন্ট ভিউর উপরে, ফ্রন্ট ভিউ-এর সাথে এলাইন করে ডাইমেনশন অনুযায়ি টপ ভিউ অংকন করবো। 

৭. টপ ভিউ অংকনের পরে একই নিয়মে লেফট সাইড অথবা রাইট সাইড ভিউ প্রজোয্য ক্ষেত্রে উভয় ভিউ অংকন করবো। 

৮. ভিউ অংকন করার সময় মূল বস্তুতে হোল বা ছিদ্র থাকলে তা চিত্র-ক ন্যায় ডডেড লাইন বা হিডেন লাইন দিয়ে দেখাবো । 

৯. মূল বস্তুর কোন অংশে থ্রেড বা প্যাচ থাকলে তা চিত্র-খ এর মত ডাবল ডডেড লাইন দিয়ে দেখাবো। 

১০. বস্তুর কোন অংশে সিলিন্ড্রিক্যাল অংশ থাকলে সেখানে অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করবো। 

১১. অংকন মেজারমেন্ট অনুযায়ি করা হলে ডাইমেনশন দিবো। 

১২. ড্রয়িং করার সময় কোন স্কেলিং ব্যবহার হলে সেটির অনুপাত ড্রয়িং শীট-এ উল্লেখ করবো। 

১৩. কাজ শেষে সরঞ্জামসমূহ পরিষ্কার করে যথা স্থানে সংরক্ষন করবো।

 

সতর্কতা: 

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. সঠিক নিয়মে টেবিলে ড্রয়িং শীট স্থাপন করবো। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করবো। 

৪. সঠিক পরিমাপ বজায় রেখে ড্রয়িং শীটে বর্ডার লাইন টানব এবং প্রয়োজন অনুযায়ী পেনসিল সার্ফ করব বা লিড পেনসিল সেট করবো। 

৫. ড্রয়িং-এর একই জায়গায় বারবার দাগ টানবো । 

৬. মাঝে মাঝে পরিষ্কার নেকরা দিয়ে হাত ও ড্রয়িং শীট পরিষ্কার করবো।

 

অর্জিত দক্ষতা: হোল ও থ্রেড সম্বলিত যন্ত্রাংশের মাল্টি ভিউ অংকনের দক্ষতা অর্জিত হয়েছে, যাপ্রেকটিক্যাল ফিল্ডে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

 

 

Content added By
Please, contribute to add content into প্রশ্নমালা-১.
Content