SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামালঃ  ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, ট্রায়েগুলার স্কেল, কম্পাস, সেট স্কয়ার, স্কচ টেপ।

অঙ্কন প্রণালীঃ  

  • নিচের চিত্রানুরূপ একটি ইমারতের গাড়ি বারান্দা ও প্রবেশ পথের ধাপসহ সেকশনটি খুব হালকা করে অক্ষন করে নিতে হবে।
  • এবার চিত্রের মত প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
  • অপেক্ষাকৃত হালকা পেনসিল বা পেন দিয়ে মাপরেখা ও মাগাঙ্কসমূহ লিখে নিতে হবে।
  • অক্ষর বা সেকশনের বিভিন্ন অংশসমূহের নামসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরাবর থাকবে।
  • সবশেষে খুব হালকা করে ইটের, কংক্রিটের, মাটি, ফ্লোর ইত্যাদির হ্যাচ করতে হবে।

[ এলিভেশনের ইটের হ্যাচ না করলেও হবে। এখানে এলিভেশনের ও সেকশনের হ্যাচ আলাদা বোঝানোর জন্য দেখানো হয়েছে।]

চিত্র- ১২.৩: বিভিন্ন অংশের নাম ও মাগসহ একটি ইমারতের গাড়ি বারান্দা ও প্রবেশ পথের পাশসহ সেকশন অঙ্কন

Content added By