রসায়ন

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - রসায়ন | NCTB BOOK

যদিও কোন তড়িৎদ্বার ইলেকট্রন দান করলে তাকে আমরা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবেই চিনি কিন্তু গ্যালভানিক সেলে কোন ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করতে বা বর্তনী পূর্ণ করতে আমরা কী দেখি? আমরা দেখি অ্যানোড দন্ড দুটো মুক্ত ইলেকট্রন নিয়ে বসে আছে যা এখনো বর্তনী পার হয়নি। অর্থাৎ অ্যানোডে দুটি ইলেকট্রন থাকা মানে তা ঋণাত্বক আধান বিশিষ্ট যদিও বর্তনী পূর্ণ হলে তা ক্যাথোড দন্ডে চলে যায়। 

5 months ago