পদার্থবিজ্ঞান (পুরোনো সংস্করণ)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পদার্থবিজ্ঞান (পুরোনো সংস্করণ) | NCTB BOOK

লাল আলোতে গাছের পাতা কালো দেখাবে । 

যখন সবগুলো তরঙ্গদৈর্ঘের আলো একসাথে থাকে তখন সামগ্রিকভাবে আলো সাদা দেখায়। যখন কোনো কিছুতে সাদা আলো আপতিত হয় , আপতিত হওয়ার পর তখন বস্তুটি নিজের রং ছাড়া অন্য সকল রং শোষণ করে নেয় । কেবল নিজের রং কে প্রতিফলিত করে যা আমাদের চোখে পড়লে আমরা বস্তুটির রং বুঝতে পারি । সবুজ পাতায় আলো এসে পড়লে , সবুজ রং ছাড়া অন্য সকল আলো পাতা শোষণ করে নেবে এবং কেবল সবুজ তরংদৈর্ঘের আলোকে প্রতিফলিত করবে ফলে পাতাকে সবুজ দেখাবে। কিন্তু লাল আলো সবুজ পাতায় পড়লে সবুজ পাতা তার রং ছাড়া অন্য সব রং ( এক্ষেত্রে লাল রং ) শোষণ করে নেবে । পরবর্তীতে প্রতিফলনের জন্য আর কোনো আলো থাকবে না কেননা লাল আলোতে কেনল লাল তরঙ্গদৈর্ঘের আলোই বিদ্যমান । তাই অন্য কোনো রং প্রতিফলন করবে না যার দরুন লাল আলোতে সবুজ পাতা কালো দেখাবে । 

10 months ago