বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ) | NCTB BOOK

455. মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের জীবনে আর গৌরব করার কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরব মূলে এই চরিত্রশক্তি তুমি চরিত্রবান লোক এ কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এই । সারাংশ লেখ

Created: 1 year ago | Updated: 1 year ago

৩ জুন ২০২১

 

সম্পাদক 

দৈনিক  সময়কাল

১৩৬ তেজগাঁও শিল্প   এলাকায়

ঢাকাং ১২১৫

 

বিষয় ; চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র । 

 

মহোদয়

আপনার বহুল  প্রচারিত দৌনিক সংযুক্ত পত্রটি প্রকাশ করবার জন্য      বিনীত অনুরোধ জানাই। 

 

বিনীত

জান্নাতুল  মাওয়া

জুলগাঁও,শ্রীবদী,শেরপুর। 

2 months ago