SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ The Arab Republic of Egypt
  • রাজধানীঃ কায়রো
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

 

জেনে নিই 

  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
  • মিশর উপনিবেশ ছিল- বৃটেনের ।
  • মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সালে।
  • শারম আল শেখ মিশরের অবকাশ কেন্দ্র ।
  • মিশরের সবচেয়ে বড় নগরী ও সমুদ্রবন্দরের নাম - আলেকজান্দ্রিয়া।
  • বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'আল আমিন' অবস্থিত- মিশরে।
  • মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীল নদের তীরে।
  •  মিশরকে বলা হয় পিরামিডের দেশ বা নীল নদের দান।
  • হায়ারোগ্লিফিকস মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি  ।
  • সুয়েজ খাল জাতীয়করণ করে- ১৯৫৬ সালে। 
  • বিশ্বের দীর্ঘতম জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল- সুয়েজ খাল ।

 

সুয়েজ খাল

  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগ করেছে- সুয়েজ খাল। 
  • কায়রো ও সিনাই উপদ্বীপকে বিভক্ত করেছে- সুয়েজ খাল।
  • খাল খনন করা হয়- ১৮৫৯ সালে।
  • জাতীয়করণ করে মিশর- ১৯৫৬ সালে।
  •  জাতীয়করণ করেন জামাল আবদুল নাসের।

 

নীল নদ

  • নীল নদের উৎপত্তি উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে।
  • ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন মিশর- 'নীল নদের দান' ।
  • প্রাচীনকালে প্রতিবছর নীল নদের বন্যার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পেতো।

 

ক্যাম্পডেভিড চুক্তি

  •  ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে ওয়াসিংটন ডিসিতে ক্যাম্পডেভিড ভবনে।
  •  মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  •  মিশরের পক্ষে আনোয়ার সাদাত এবং ইসরাইলের পক্ষে মেনাখেম বেগিন স্বাক্ষর করে। 
  •  ১৯৭৮ সালে উভয়কে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
  • মিশর ইসরাইলকে স্বীকৃতি দেয় ১৯৭৯ সালে যার বিনিময়ে মিশর ফেরত পায় সিনাই উপত্যকা।
  • এই চুক্তির কারণে মিশরকে সাময়িকভাবে Arab League ও OIC থেকে বহিষ্কার করা হয়েছিল। 

 

Content added || updated By
কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগর
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
লোহিত সাগর ও ভূমধ্যসাগর
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
জার্মানি
নেদারল্যান্ডস
পর্তুগাল
ব্রিটেন
ভূমধ্যসাগর এবং লোহিত সাগর
আটলান্টিক মহাসাগর এবং প্রশীস্ত মহাসাগর
বঙ্গোপসাগর ও আরব সাগর
এর কোনটিই নয়
Please, contribute to add content into নীলনদ.
Content

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.