পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - কুরআন মজিদ শিক্ষা | NCTB BOOK

শূন্যস্থান পূরণ কর :

১. কুরআন মজিদ আল্লাহর ____।

২. জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ____।

৩. কণ্ঠনালির ___ থেকে উচ্চারিত হয়।

8. বিরাম চিহ্নকে  ____ বলে।

৫. কুরআন মজিদের ভাষা ____ ।

 

বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল কর :

বাম পাশ                                                                                ডান পাশ

কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য                          আসমানি কিতাব

কুরআন মজিদ হলো সর্বশেষ                                               ৪টি

দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়                                             

জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চরিত হয়           

কণ্ঠনালির শুরু থেকে উচ্চারিত হয়                           

 

সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন:

১. কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি? 

২. মাখরাজ কয়টি? 

৩. কন্ঠনালির হরফ কয়টি? 

8. কোথা থেকে উচ্চারিত হয়? 

৫. দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়?

 

বর্ণনামূলক প্রশ্ন:

১. কুরআন মঞ্জিল কার বাণী? কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?

২. কুরআন মজিদ বুঝে তিলাওয়াত করলে কী কী বিষয়ে জানতে পারবে তার একটি তালিকা তৈরি কর।

৩. তাজবিদ কাকে বলে? সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করার কী কী লাভ আছে উল্লেখ কর।

8. মাখরাজ কাকে বলে? উদাহরণসহ লেখ।

৫. কোন কোন স্থান থেকে আরবি বর্ণগুলো উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি কর।

৬. কন্ঠনালি থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় তা লেখ। 

৭. জিহ্বা থেকে যেসব বর্ণ উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি কর। 

৮. ওয়াক্ফ কাকে বলে? এর উদ্দেশ্য কী? সর্বপ্রথম কে এই চিহ্নগুলো ব্যবহার করেন ?

৯. ওয়াফে তাম, লাজিম ও মুতলাকের চিহ্নগুলো অঙ্কন কর ও বিরতির সময়সীমা লেখ।

১০. সূরা ফীলের অর্থ লেখ। 

১১. সূরা আল কাওছার আরবিতে লেখ।

Content added || updated By

Promotion