অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সাহিত্য কনিকা - কবিতা | NCTB BOOK

প্রার্থনা — মুনাজাত, আবেদন।

বিভো — বিভু, স্রষ্টা, এখানে ‘বিভো” বলে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন।

রিক্ত করে — শূন্য হাতে৷

পেষণে — অত্যাচারে।

কোড় — কোল।

অশেষ — যার শেষ নেই, অন্তহীন।

বিষাদ — বিষণ্ণতা, দুঃখবোধ।

স্মরিলে — স্মরণ করলে, মনে করলে।

প্রসাদ — অনুগ্রহ।

হৃদে — হৃদয়ে, মনে।

বল — শক্তি, জোর।

স্তুতি — প্রশংসা।

আরতি — প্রার্থনা।

চারু — সুন্দর।

নিকুঞ্জ — বাগান।

শোকানল — শোকরূপ অনল, যে শোক হৃদয়কে দগ্ধ করে।

Content added || updated By