নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব কালাম একজন বিজ্ঞ আইনজীবী। তিনি ২,০০,০০০ টাকায় আইন বই ১,০০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ২০১৭ সালের। জানুয়ারিতে আইন ব্যবসা শুরু করেন। ১০ জানুয়ারিতে একজন আসামিকে ১০,০০০ টাকার বিনিময়ে জামিনে জেল থেকে বেয় করেন। ১৫ জানুয়ারিতে ২০,০০০ টাকার বিনিময়ে একজন মক্কেলের দেওয়ানী মামলা নিষ্পত্তি করেন। ২০ জানুয়ারিতে বাকিতে একজন মক্কেলকে সেবা প্রদান করেন ২৫,০০০ টাকা।

২০ জানুয়ারি লেনদেনের জন্যে সঠিক জাবেদা দাখিলা কোনটি?

Created: 9 months ago | Updated: 9 months ago
Updated: 9 months ago

আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর, আর্থিক লেনদেনসমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতপূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেনসমূহের মাঝে প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান, লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিবেচনা করেই জাবেদার শ্রেণিবিভাগ করা হয়েছে। লেনদেনের প্রকৃতি অনুযায়ী যে শ্রেণির জাবেদা প্রযোজ্য, ঐ জাবেদাতেই তা লিপিবদ্ধ করতে হবে। লেনদেন লিপিবদ্ধের ক্ষেত্রে প্রমাণপত্র যাচাই করা হলে সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায় ৷

এই অধ্যায় শেষে আমরা—

  • প্রারম্ভিক লিখন হিসেবে জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • জাবেদার শ্রেণিবিভাগ করতে পারব।
  • লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারব।
  • চালানের ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা, ডেবিট নোটের ভিত্তিতে ব্রুয় ফেরত জাবেদা এবং ক্রেডিট নোটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারব।
Content added By
Promotion