SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Academy

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

X ও Y দু'জন একই সাথে বন্ধু ও ব্যবসায়ী। X বছর শেষে দেখল যে, তার পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ অলস অবস্থায় পড়ে আছে। অপরদিকে Y তার ব্যবসায় সম্প্রসারণের জন্যে ঋণদাতা খুঁজছিলেন। X তার তহবিল হতে ১,০০,০০০ টাকা Y কে ঋণ হিসেবে এবং ৫০,০০০ টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করলেন। 

কে ঋণ বাবদ প্রদত্ত নগদ অর্থ কোন হিসাবে লিপিবদ্ধ করা হবে?

Created: 6 months ago | Updated: 6 months ago

লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমনি প্রদানও ঘটতে পারে; আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে, একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়।

এই অধ্যায় শেষে আমরা-

  • হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • হিসাবের বিভিন্ন প্রকার ছক (‘T’–ছক ও ‘চলমান জের' ছক) প্রস্তুত করতে পারব ।
  • হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণিবিভাগ করতে পারব।
  • দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবে ডেবিট-ক্রেডিট লিপিবদ্ধ করতে পারব।
Content added By

Related Question

View More
VOTE STATISTICS
OPTION 1 : 1
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 1
OPTION 2 : 1
OPTION 3 : 0
OPTION 4 : 0
VOTE STATISTICS
OPTION 1 : 1
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0

Promotion