SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Academy

উদ্দীপকের আলোকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও

অনল ও তমাল দুই ভাই। অনল ফ্যাক্টরিতে কাজ করে এবং তমাল ইটের কারখানায় কাজ করে। অনল ও তমালের দেহের শক্তি ব্যয়িত হয় দুইভাবে এবং দুই ভাইয়ের দৈনিক তাপশক্তির প্রয়োজন নির্ভর করে দেহের কতগুলো বৈশিষ্ট্যের ওপর।

দুই ভাইয়ের দেহের শক্তি ব্যয় হয় -

i. দেহের অভ্যন্তরীণ কাজে 

ii. পরিশ্রমের কাজে 

iii. অক্সিজেন গ্রহণে 

নিচের কোনটি সঠিক?

Created: 8 months ago | Updated: 8 months ago

বর্তমানে পৃথিবীতে বাস করছে লাখ লাখ বিভিন্ন জাতের প্রাণী। এদের আকার-আকৃতি ও বৈশিষ্ট্য যেমন ভিন্নতর তেমন বিচিত্র এদের জীবনধারা, স্বভাব, খাদ্য ও খাদ্যগ্রহণ পদ্ধতি। দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অপরিহার্য। অতএব মানবদেহকে সুস্থ-সকল রাখার জন্যও খাদ্য অপরিহার্য। খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহকে সুস্থ রাখার পূর্বশর্ত। আমিষ, শর্করা, জেল ও চ ইত্যাদি জৈবযৌগ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আর এ সকল খাদ্য থেকে পুষ্টি পাই। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। আার এ খাদ্য থেকে জীৰ পুষ্টি লাভ করে।

এ অধ্যায় পাঠ শেষে আম-

• বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারব;
• পুষ্টির অভাবজনিত রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব;
• চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারব।

Content added || updated By