Academy

'একুশের গান' কবিতায় ‘ক্ষ্যাপা' শব্দ ব্যবহৃত হয়েছে— 

Created: 7 months ago | Updated: 7 months ago

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি 

ছেলেহারা শত মায়ের অঙ্গ-গড়া এ ফেব্রুয়ারি 

আমি কি ভুলিতে পারি 

আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
 

আমি কি ভুলিতে পারি

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা 

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, 

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি 

দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি? 

না, না, না, না, খুন-রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ॥
 

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে 

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনিগন্ধা অলকানন্দা যেন, 

এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো॥

 

সেই আঁধারের পশুদের মুখ চেনা

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা 

ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে 

ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয় 

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ॥

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি 

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী 

আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে 

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে 

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি 

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ॥

Content added || updated By

Related Question

View More