Academy

উদ্দীপকের আলোকের উত্তর দাও

শুভ গ্রামে বেড়াতে গিয়ে এক হাটের পাশ দিয়ে যাওয়ার সময় আশ্চর্য হয়ে দেখল। এক বৃদ্ধ চিৎকার করে বলছে— 'তোমরা আমার কাছে ঔষধ চেয়ো না বরং এক একটি বৃ নিয়ে যাও। ঔষধ আমি কোথা থেকে দেব? ঔষধের গাছ তো নেই।' শুভ চিন্তা করে দেখল, ভবিষ্যতে আমরা ঔষধ কোথায় পাব?

উদ্দীপক এবং 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতায় উদ্ভূত সংকট নিরসনে করণীয়— 

i. গাছের পরিচর্যা করা

ii. বৃক্ষরোপণ করা

iii. সচেতনতা বৃদ্ধি

 নিচের কোনটি সঠিক?

Created: 7 months ago | Updated: 7 months ago

মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর

চারিদিকে শুনি হাহাকার ।

ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে আর গান

ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ স্নান ।

 

মাটি অরণ্যের পানে চায়

সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়।

জাগো তবে অরণ্য কন্যারা। জাগো আজি,

মর্মরে মর্মরে ওঠে বাজি

বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা

মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বালা!

কঙ্কণে তুলিয়া ছন্দ তান

জাগাও মুমূর্ষু ধরা-প্রাণ

ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি

আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি

তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে

ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে।

Content added || updated By

Related Question

View More