Academy

নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভূক্ত বিষয়?

Created: 2 years ago | Updated: 2 years ago

প্রাচীনকাল থেকেই মানুষ নিজ প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় সচেষ্ট ছিল। মৎস আহরণ, কৃষিকাজ, পশু শিকার, পণ্য বিনিময়, উৎপাদন প্রচেষ্টা প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিল। এর মূলে যে জিনিস কাজ করে তাহলো মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যে তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং অর্থ উপার্জনের প্রচেষ্টা চালায় । মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায়ের ধারণা ।
  • ব্যবসায়ের আওতা । (শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ; বাণিজ্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ; প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ।)
  • শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার মধ্যে পার্থক্য ।
  • বাংলাদেশের ব্যবসায়ের আওতা হিসেবে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা।
  • সামাজিক ব্যবসায় ধারণা।
  • ব্যবসায়ের কার্যাবলি ।
  • ব্যবসায়ের গুরুত্ব ।
  • অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান ।
  • জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায় ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Content added || updated By

Related Question

View More

Promotion