SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড : 

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা; 

৪. প্রয়োজন অনুযায়ী ড্রইং করার মালামাল সংগ্রহ করা; ৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার বুটআপ করা; 

৬. প্রদত্ত ড্রইং অনুযায়ী ২ডি ইন্টারফেস এর ব্যবহার করা; 

৭. প্রদত্ত ড্রইং অনুসারে কাজের ধাপ অনুসরণ করে হেক্সাগোনাল বোল্ট তৈরি করা; 

৮. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা; 

৯. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিস্কার করা; 

১০. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা; 

১১. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

                  প্রয়োজনীয় যন্ত্রপাতি, মালামাল ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম :

কাজের ধাপ (Working Procedure ) :

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো। 
  • অটোক্যাড সফ্টওয়ার ওপেন করবো। 
  • প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো । 
  • চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় কমান্ড প্রয়োগ করবো।

ডায়াগ্রামে প্রদত্ত চিত্রানুসারে হেক্সাগোনাল বোল্ট তৈরি করবো।

স্টেপ ১। প্রথমে ১৮ মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অংকন করে এর মধ্যে একটি ষড়ভুজাকৃতি একটি গলিগন অংকন করবো। বোল্টের ডায়া ২৪ মিমি: একটি বৃত্ত অংকন করবো। 

স্টেপ ২। Across Corner to Corner এর প্রজেকশন অনুসারে বোল্টের হেডের ফ্রন্ট ভিউ অংকন কর যার উচ্চতা ১৬মিমি। 

স্টেপ ৩। ঢালের বৃত্ত-চাগ অংকনের ব্যাসার্ধ = ১.২ বা ১.৫ D এর সমান পরিমাপ নিয়ে ঢাল অংকন কর। 

স্টেপ ৪। ঢালসূচক রেখার কোণ = ৩০° অথবা B দাও। 

স্টেপ ৫। বোল্টের দৈর্ঘ্য ৭৫ মিমি: অংকন করবো। 

স্টেপ ৬। বোল্টের থ্রেডের দৈর্ঘ্য ৫০ মিমি: অংকন করবো। 

স্টেপ ৭। বোল্টের নীচের অংশে সহজে নাট প্রবেশ করানোর জন্য ২ মিমি চেম্ফার করবো।

  • কাজ শেষে কাজের জায়গা পরিস্কার করবো। 
  • কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো। 
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion):

  • কাজের সময় মাক্স ব্যবহার করবো । 
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো। 
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো। 
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো। 
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিবো। 
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রখবো।

অর্জিত দক্ষতা: হেক্সাগোনাল বোল্ট তৈরি করার দক্ষতা অর্জন হয়েছে।

 

 

Content added By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.