SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ১ - জেনারেল মেকানিক্স -১ | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

■ স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোশাক পরিধান করা;

■ প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;

■ কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট বাছাই এবং সংগ্রহ করা;

■ জবের প্রয়োজন অনুযায়ী কাচাঁমাল সংগ্রহ করা;

■ ডিজাইন অনুযায়ী সাবধানতার সাথে মেজারমেন্ট নেয়া;

■ মেজারমেন্ট অনুযায়ী ড্রিল করা;

■ রিভেট গানের সাহায্যে রিডেটিং সম্পন্ন করা; কাজ শেষে ওয়ার্কপের এর নিয়ম অনুযায়ী কাজের স্থান, টুলস ও ইকুইপমেন্ট পরিষ্কার করা;

■ কাজ শেষে ওয়ার্কপের এর নিয়ম অনুযায়ী টুলস ও ইকুইপমেন্ট স্টোরে জমা দেয়া; অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;

■ ওয়েস্টেজ এবং স্ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা।

প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

পিপিই এর নামস্পেসিফিকেশনপরিমাণ
নিরাপদ জুতাস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ জোড়া
মাস্কস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
বয়লার স্যুটস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
হ্যান্ড গ্লাভসস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ জোড়া
সেফটি হেলমেটস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
সেফটি গগলসস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
ইয়ার প্লাগস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি

প্রয়োজনীয় যন্ত্রপাতি সমুহ :

যন্ত্রপাতির নামস্পেসিফিকেশনপরিমাণ
স্টিল রুল৬ ইঞ্চি১ পিস
 স্ক্রাইবার ৬ ইঞ্চি১ পিস
ট্রাই স্কয়ার৬ ইঞ্চি১ পিস
ডিভাইডারস্ট্যান্ডার্ড১ পিস
হ্যান্ড রিভেট গান১২ ইঞ্চি১ পিস
সেটার পাঞ্চ৬ ইঞ্চি১ পিস
বলপিন হ্যামার২ পাউন্ড১ পিস
প্রিটেবল ড্রিল মেশিন৬৫০ ওয়াট১ পিস
ড্রিল বিটরিভেট সাইজ ৫ মিমি১ পিস

প্রয়োজনীয় কাচাঁমাল সমুহ:

কাচামালের নামস্পেসিফিকেশনপরিমাণ
এম এস শিট মেটালডায়া ৮০ মিমি ও উচ্চতা ১০০ মিমি১ পিস
ব্লাইন্ড  রিভেট৪.৮ x ১৮ মিমি৬ পিস
কটন ওয়েন্টস্ট্যান্ডার্ড৫০ গ্রাম
পেপারঅফসেট২ পিস

জবের ড্রইং

কাজের ধারা

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোশাক পরিধান করো; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রভুত করো;

৩. চিত্রে প্রদর্শিত জব টির জন্য প্রয়োজনীয় টুলস ও ইনট্রুমেন্ট প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো;

৪. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট সরঞ্জামগুলির সম্পর্কে ধারণা লাভ করো;

৫. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট সিলেক্ট এবং সরঞ্জাম সংগ্রহ করো;

 ৬. কাজ টির কাচামাল স্টিল রুলের, ট্রাই স্কয়ার, ফাইভারের সাহায্যে ডিজাইন অনুযায়ী মার্কিং করো;

৭. ৫ মিমি টুইন্ট ড্রিল ও পোর্টেবল ড্রিল মেশিন ব্যবহার করে রিডেটের জন্য ড্রিল করো;

৮. ৪.৮ মিমি রিডেটের জন্য মেশিনের নোস হেড়ে নিপল বা টিশ সংযুক্ত করো :

৯. রিডেট গানের অগ্রভাগে প্রথমে রিডেটাট লম্বা পাশে নিপলের মধ্যে প্রবেশ করাও;

১০. ল্যাপ জয়েন্টের দু'টি প্লেটের হোলে মধ্যে রিডেটের ৰচিটি প্রবেশ করাও ও গানটি সামান্য চাপ দাও; 

১১. রিভেট পানের হ্যান্ডেল ট্রিলারটি চাপতে থাক যতক্ষণ না রিডেটটি সংযুক্ত হয় এবং রিডেটটি সেট হয়;

১২. পরবর্তীতে একই ভাবে অনান্য হোলে রিভেটেং সম্পন্ন করো;

১৩. জবটি এমারিরুখ দিয়ে পরিষ্কার করো;

১৪. কোন সমস্যা হলে প্রশিক্ষককে অবহিত করো;

১৫. কাজের শেষে টুলস ও ইনস্ট্রুমেন্ট গুলো কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে পরিষ্কার করো, 

১৬. টুলস ও ইনট্রুমেন্ট গুলো কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে স্টোরে জমাদান করো,

কাজের সর্তকতা

• টুলস ও ইনট্রুমেন্টের ধরন অনুসারে সাবধানে হ্যান্ডেলিং করো;

• টুলস ও ইনট্রুমেন্ট গুলো পরিষ্কার করো;

• টুলস ও ইনট্রুমেন্ট ধারালো অংশ সাবধানে ব্যবহার করো;

• সঠিক ভাবে সকল প্রয়োজনীয় সুরক্ষা নিয়ম মানা আবশ্যক।

অর্জিত দক্ষতা /ফলাফল

রিভেট পান ব্যবহার করে ল্যাপজয়েন্ট তৈরি করার মাধ্যমে ওয়ার্কশপে শিক্ষার্থীদের হ্যান্ড রিভেটগানের দ্বারা রিভেটিং করার করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added || updated By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.